বিনোদন ডেস্ক: পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচকের পদ ছেড়েছেন মিসবাহ উল হক। বুধবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন মিসবাহ নিজেই। তবে প্রধান কোচের ভূমিকায় যথারীতি কাজ চালিয়ে যাবেন সাবেক এই অধিনায়ক। গত বছর মিসবাহকে প্রধান নির্বাচক ও কোচের দায়িত্ব দেয় পিসিবি।
সম্প্রতি ইংল্যান্ড সফরে একাদশ নির্বাচনে তার কিছু সিদ্ধান্ত দলের বিপক্ষে যায়। এরপরই গুঞ্জন ওঠে মিসবাহকে সরিয়ে দিচ্ছে পিসিবি। তবে একটি সূত্র জানিয়েছে, মিসবাহ সরে দাঁড়িয়েছেন পিসিবির নতুন এথিকস কোড কার্যকর হওয়ার কারণে। যা ‘স্বার্থের সংঘাত জনিত’ ইস্যুগুলোকে অসমর্থন করে। একসঙ্গে দুই পদে থাকাই মিসবাহর ক্ষেত্রে স্বার্থের সংঘাত।
গত সেপ্টেম্বরে যখন প্রধান কোচ ও নির্বাচকের দায়িত্ব নিয়েছিলেন তিনি, তখন এই এথিকস কোড ছিল না। যেটি পরে এ বছরের জুলাইয়ে অনুমোদন দেয়া হয়েছে। তাছাড়া মিসবাহ নিজেও জানিয়েছিলেন, একসঙ্গে দুই অফিস চালাতে খুবই বেগ পেতে হচ্ছে তাকে। গুঞ্জন রয়েছে সাবেক পেসার শোয়েব আখতার আসতে পারেন মিসবাহর ভূমিকায়।
বিজনেস আওয়ার/১৪ অক্টোবর, ২০২০/এ