পাবনা প্রতিবেদক: পাবনার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে জন্মনিবন্ধন সনদ তৈরির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৩ মার্চ) রাতে ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-২ ফাতেমা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
মামলায় ইউনিয়নের কম্পিউটার অপারেটর নিলয় পারভেজ ইমনসহ অজ্ঞাত চারজনকে আসামি করা হয়েছে। নিলয় পারভেজ ইমন আহম্মদপুর ইউনিয়নের আলতাফ হোসেন শেখের ছেলে।
আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে ইউপি সদস্য ও ২ নম্বর প্যানেল চেয়ারম্যান ফাতেমা বেগম বাদী হয়ে ইউপির কম্পিউটার অপারেটর নিলয় হোসেনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলার জন্য এজাহার জমা দিয়েছিলেন। তদন্ত শেষে সেটি মামলায় নথিভুক্ত করা হয়েছে। নিলয়কে গ্রেপ্তার করতে অভিযান চলছে।
উল্লেখ্য, জেলার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়ন থেকে কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নামে ভুয়া জন্মনিবন্ধন সনদ ইস্যু করা হয়েছে। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যকর তৈরি হয়েছে এলাকায়। বিষয়টি এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। ইউনিয়ন পরিষদের দেওয়া ভুয়া জন্মনিবন্ধন সনদে দেখা গেছে, ব্যক্তির নাম জাস্টিন ট্রুডো, বাবার নাম পিয়েরে ট্রুডো, মায়ের নাম মার্গারেট ট্রুডো। ১৯৭১ সালের ২৫ ডিসেম্বর পাবনায় জন্মগ্রহণ করেন তিনি।
পরে সেই জন্মসনদ বাতিলের কথা জানান স্থানীয় সরকার রেজিস্ট্রার জেনারেল যাহিদ হোসেন। পাশাপাশি ওই ইউনিয়নের জন্ম নিবন্ধন সংক্রান্ত সকল কার্যক্রমও স্থগিত করা হয়। পরে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের নির্দেশে ঘটনা তদন্তের আদেশ দেওয়া হয়। স্থানীয় সরকার বিভাগ পাবনার উপপরিচালক সাইফুর রহমানকে প্রধান করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় হতে ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লা ও সচিব আওলাদ হাসানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বিজনেস আওয়ার/এএইচএ