স্পোর্টস ডেস্ক: উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে ফ্রান্স। দলের হয়ে একটি করে গোল করেন গ্রিজমান-এমবাপ্পে। স্বাগতিকদের হয়ে একটি গোল করেন নিকোলা ভ্লাচিচ।
বুধবার রাতের খেলায় লে ব্লুদের চমৎকার গোলে এগিয়ে নেন গ্রিজমান। জাগরেবের মাঠে অষ্টম মিনিটে ডি বক্সের ভেতর থেকে বার্সেলোনা ফরোয়ার্ডের নেওয়া বাঁ পায়ের শট বারপোস্টের নিচের দিকে লেগে জড়িয়ে যায় জালে।
গোল শোধে মরিয়া ক্রোয়েশিয়া প্রথমার্ধেই বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল। কিন্তু ফ্রান্স গোলকিপার উগো লরির দারুণ সব সেভে গোলের দেখা পায়নি লুকা মদরিচরা।
দ্বিতীয়ার্ধে তাদের অপেক্ষা শেষ হয়। ৬৪ মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান নিকোলা ভ্লাচিচ। বক্সের ভেতর ব্রেকালোর পাস প্রথমে বাঁ পায়ে নিয়ন্ত্রণ নিয়ে ডান পায়ের টোকায় জালে জড়িয়ে দেন তিনি।কিন্তু শেষ হাসিটা হেসেছে ফ্রান্সই।
পল পগবা বদলি হিসেবে মাঠে নামার পর খেলায় গতি বাড়ে ফ্রান্সের। পগবার র্যাকিং পাস খুঁজে নেয় লুকাস দিনিয়াকে, এভারটন লেফট ব্যাকের ক্রস থেকে লক্ষ্যভেদ করে বিশ্ব চ্যাম্পিয়নদের জয় নিশ্চিত করেন এমবাপ্পে।
বিজনেস আওয়ার/১৫ অক্টোবর, ২০২০/এ