ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইসরাইলের বর্বর আগ্রাসনে ১,৮৫০ কোটি ডলারের অবকাঠামো ধ্বংস হয়েছে বলে জানিয়েছে বিশ্ব ব্যাংক এবং জাতিসংঘ।
গতকাল (মঙ্গলবার) এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। গাজা উপত্যকার ওপর ইসরাইল গত কয়েক মাস ধরে কার্পেট বোম্বিং চালিয়েছে। গত কয়েক মাসে গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বোমা বর্ষণে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা ২০২২ সালে গাজা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনের নাগরিকদের সম্মিলিত জিডিপি’র শতকরা ৯৭ ভাগের সমান।
বিশ্ব ব্যাংক এবং জাতিসংঘের যৌথ এই প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকার অর্ধেকের বেশি মানুষ একেবারে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে। ইসরাইলের আগ্রাসনে গাজা উপত্যকার শতকরা ৭০ ভাগ মানুষ অভ্যন্তরীণভাবে উদ্বাস্ত হয়েছে। এ ছাড়া, অর্থনীতির প্রতিটি সেক্টরে অবকাঠামোগত মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। এরমধ্যে শুধু ঘরবাড়ি ধ্বংসের কারণে শতকরা ৭০ ভাগ ক্ষয়ক্ষতি হয়েছে।
এর পাশাপাশি গাজার স্বাস্থ্য ব্যবস্থার শতকরা ৮৪ ভাগ ধ্বংস হয়ে গেছে। আর ১০ লাখ মানুষ এখন ঘর-বাড়ি হারা হয়েছে। পার্সটুডে
বিজনেস আওয়ার/০৩ এপ্রিল/ রহমান