ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি ইফতার করেছে, ভারতীয় নায়ক-নায়িকা এনে পার্টি করেনি: রিজভী

  • পোস্ট হয়েছে : ০৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪
  • 129

বিজনেস আওয়ার প্রতিবেদক: পহেলা বৈশাখ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্য দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সরকার সংস্কৃতি পরিবর্তনের চেষ্টা করছে মন্তব্য করে ওবায়দুল কাদেরকে রিজভী করেন, ‘আপনি কোন সংস্কৃতিতে বিশ্বাস করেন? বিএনপি এক হাজার ইফতার পার্টি করতেই পারে। গরিব-দুঃখীদের নিয়ে ইফতার করেছে। কিন্তু ভারত থেকে নায়ক-নায়িকা এনে পার্টি করেনি। আপনারা পার্টি করেন ওখানে টাকা খরচ হয় না?’

বাংলা নববর্ষ উপলক্ষে রোববার (১৪ এপ্রিল) বিকেলে নয়াপল্টনে বিএনপির অঙ্গ-সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) বর্ষবরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ওবায়দুল কাদের বলেছেন ‘বিএনপি বাঙালি সংস্কৃতিকে সহ্য করতে পারে না।’ মূলত তিনি তলেতলে প্রভুদের খুশি করতে চাইছেন। তার বক্তব্য উদ্দেশ্যমূলক।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এবার ঈদে কেনাকাটা অনেক কম হয়েছে। সব মিলিয়ে ঈদ সাধারণ মানুষদের আনন্দ কান্নায় পরিণত হয়েছে।

জাসাসের যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলীর সভাপতিত্বে বর্ষবরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী, তারিকুল আলম তেনজিং, কৃষক দলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান পলাশ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য বেলাল উদ্দিন সরকার তুহিন, কেন্দ্রীয় নেতা গিয়াসউদ্দিন আল মামুন, ওমর ফারুক কায়সার প্রমুখ।

বিজনেস আওয়ার/১৪ এপ্রিল/ রহমান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিএনপি ইফতার করেছে, ভারতীয় নায়ক-নায়িকা এনে পার্টি করেনি: রিজভী

পোস্ট হয়েছে : ০৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪

বিজনেস আওয়ার প্রতিবেদক: পহেলা বৈশাখ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্য দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সরকার সংস্কৃতি পরিবর্তনের চেষ্টা করছে মন্তব্য করে ওবায়দুল কাদেরকে রিজভী করেন, ‘আপনি কোন সংস্কৃতিতে বিশ্বাস করেন? বিএনপি এক হাজার ইফতার পার্টি করতেই পারে। গরিব-দুঃখীদের নিয়ে ইফতার করেছে। কিন্তু ভারত থেকে নায়ক-নায়িকা এনে পার্টি করেনি। আপনারা পার্টি করেন ওখানে টাকা খরচ হয় না?’

বাংলা নববর্ষ উপলক্ষে রোববার (১৪ এপ্রিল) বিকেলে নয়াপল্টনে বিএনপির অঙ্গ-সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) বর্ষবরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ওবায়দুল কাদের বলেছেন ‘বিএনপি বাঙালি সংস্কৃতিকে সহ্য করতে পারে না।’ মূলত তিনি তলেতলে প্রভুদের খুশি করতে চাইছেন। তার বক্তব্য উদ্দেশ্যমূলক।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এবার ঈদে কেনাকাটা অনেক কম হয়েছে। সব মিলিয়ে ঈদ সাধারণ মানুষদের আনন্দ কান্নায় পরিণত হয়েছে।

জাসাসের যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলীর সভাপতিত্বে বর্ষবরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী, তারিকুল আলম তেনজিং, কৃষক দলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান পলাশ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য বেলাল উদ্দিন সরকার তুহিন, কেন্দ্রীয় নেতা গিয়াসউদ্দিন আল মামুন, ওমর ফারুক কায়সার প্রমুখ।

বিজনেস আওয়ার/১৪ এপ্রিল/ রহমান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: