বিজনেস আওয়ার প্রতিবেদক : ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) কর্তৃক ঘোষিত ইন্টারনেট কানেক্টিভিটি বন্ধ থাকার সিদ্ধান্তের প্রেক্ষিতে রবিবার (১৮ অক্টোবর) থেকে দেশের শেয়ারবাজারের লেনদেন সাড়ে ৪ ঘণ্টার পরিবর্তে দুই ঘণ্টা করে হবে।
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, নতুন সময়সূচী অনুযায়ী রবিবার থেকে শেয়ারবাজারের লেনদেন সকাল ১০টার পরিবর্তে দুপুর ১.১৫টায় শুরু হবে। আর আড়াইটার পরিবর্তে বিকাল ৩.১৫টায় শেষ হবে।
পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নতুন সময় অনুযায়ী লেনদেন হবে শেয়ারবাজারে।
বিজনেস আওয়ার/১৭ অক্টোবর, ২০২০/এস
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: