স্পোর্টস ডেস্ক: সাবিনা খাতুন ছিলেন না একাদশে। ছিলেন না শামসুন্নাহার জুনিয়রও। তাতে কী? আক্রমণভাগের এই দুই তারকা রেখেও প্রতিপক্ষ সদ্যপুস্করনীর যুব সংঘের বিপক্ষে লিড নিতে বেশি সময় নেয়নি তারকায় ভরা নাসরিন স্পোর্টস একাডেমি।
অষ্টম মিনিটে কৃষ্ণা রানী সরকার ও বিরতির বাঁশির আগে সানজিদা গোল করলে ২-০ ব্যবধানে এগিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করে প্রথম ম্যাচে ১৯-০ গোলে জয়ী দলটি।
কমলাপুর শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তাফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে আরও ৫ গোল দিয়ে ৭-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে নাসরিন স্পোর্টস একাডেমি।
দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন সাবিনা ও শামসুন্নাহার। এরপর দুর্বার হয়ে ওঠে এবারের লিগে কাগজ-কলমে সবচেয়ে শক্তিশালী দলটি। একের পর এক গোল করে কোণঠাসা করে ফেলে প্রতিপক্ষকে।
সানজিদা, সুমাইয়া ও শামসুন্নাহার জোড়া গোল করেছেন। এক গোল করেছেন কৃষ্ণা। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে নাসরিন স্পোর্টস একাডেমি। অন্য দিকে সদ্যপুস্করনীর এটি প্রথম ম্যাচ।
বিজনেস আওয়ার/০৩ মে/ রানা