বিজনেস আওয়ার প্রতিবেদক: পহেলা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিদায়ী সপ্তাহের বুধবার (০১ মে) বন্ধ ছিল দেশের শেয়ারবাজার। ফলে বিদায়ী সপ্তাহে (২৮ এপ্রিল-০২ মে) শেয়ারবাজারে চার কর্মদিবস লেনদেন হয়েছে।
এই চার কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নিয়েছে ৪১২টি প্রতিষ্ঠান। এরমধ্যে ২২৮টির দর বেড়েছে, ১৩৩টির দর কমেছে, ৩৪টির দর অপরিবর্তিত ছিল এবং ১৭টির লেনদেন হয়নি।
সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে জেএমআই সিরিঞ্জ এন্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৪.০১ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এপেক্স ট্যানারির ২২.৬৭ শতাংশ, এশিয়াটিক ল্যাবরটরিজের ২২.৫০ শতাংশ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ২২.৪৪ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ২২.৩২ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেকট্রোডের ২২.১২ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ২০.৬৭ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ২০.৩৫ শতাংশ, ফার ইস্ট নিটিংয়ের ২০.০০ শতাংশ এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৯.৬৬ শতাংশ শেয়ারদর বেড়েছে।
বিজনেস আওয়ার/০৩ মে/ এ এইচ