স্পোর্টস ডেস্ক: গুরুতর অভিযোগের মুখে পদত্যাগ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মেডিকেল দলের প্রধান চিকিৎসক সোহাইল সালিম। তার বিরুদ্ধে অভিযোগ, সময়মতো ক্রিকেটারদের ইনজুরির আসল সমস্যা খুঁজে পেতে ব্যর্থ হয়েছেন সালিম। ক্রিকেটারদের সময়মতো পরীক্ষা-নিরীক্ষা করেননি বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
দায়িত্বে আসার পর আনফিট ক্রিকেটরদের ইনজুরি পরীক্ষা-নিরীক্ষা করার জন্য একটি স্বাধীন কমিটি করেছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি।
বলা হয়েছে- এহসানউল্লাহ, আরশাদ ইকবাল ও জিসান জামিরসহ যেসব ক্রিকেটার ইনজুরিতে আছেন, তাদের চিকিৎসা ও রোগ নির্ণয় সময়মতো হচ্ছে কিনা, সেটি যাচাইবাছাই করে এই কমিটি একটি প্রতিবেদন প্রকাশ করবে। যদি কোনো ধরনের অনিয়ম পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বোর্ড।
সেই আদেশের প্রেক্ষিতে প্রতিবেদন প্রকাশ করে কমিটি। প্রতিবেদনে বলা হয়েছে, এহসনাউল্লাহর ডায়াগনাইসিস (সমস্যা নির্ধারণী পরীক্ষা-নিরীক্ষা) সময়মতো করা হয়নি। তারই ফলশ্রুতিতে পদত্যাগ করেন সোহাইল।
উল্লেখ্য, এর আগে পাকিস্তার সুপার লিগে (পিএসএল) দায়িত্বে থাকাকালীন পদত্যাগ করেছিলেন সোহাইল। সে সময় করোনা ভাইরাস পরীক্ষা-নিরীক্ষায় ব্যর্থ হয়েছেন, এমন অভিযোগের মুখে নিজের পদ ছেড়েছিলেন তিনি। যদিও পরে আবার পিসিবিতে ফিরেছিলেন সোহাইল। এবার দ্বিতীয়বারের মতো পদত্যাগ করলেন তিনি।
বিজনেস আওয়ার/০৩ মে/ রানা