স্পোর্টস ডেস্ক: প্রথম ম্যাচেও তাসকিন আহমেদের তোপের মুখে একের পর এক উইকেট হারিয়েছিলো জিম্বাবুইয়ানরা। দ্বিতীয় ম্যাচে এসেও সেই তাসকিনই ব্রেক থ্রু এনে দিলেন বাংলাদেশকে।
টস হেরে ব্যাট করতে নামা জিম্বাবুয়ের ১৫ রানের উদ্বোধনী জুটিতে ভাঙন ধরিয়েছেন তিনি। ৪ বলে ২ রান করা তাদিওয়ানাসে মারুমানিকে এলডিব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে ফেরান। যদিও তাসকিনদের আবেদনে প্রথমে আম্পায়ার আঙ্গুল তোলেননি। পরে বাংলাদেশ রিভিউ নিলে দেখা যায়, স্পষ্ট এলবিডব্লিউ হয়েছেন মারুমানি।
এ রিপোর্ট লেখার সময় জিম্বাবুয়ের রান ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ২২ রান। ১১ রানে ব্যাট করছেন জয়লর্ড গাম্বি এবং ৩ রান নিয়ে ক্রেইগ আরভিন।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস জিতেই প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানালেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজাকে।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক (উইকেটরক্ষক), মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
জিম্বাবুয়ে একাদশ
জয়লর্ড হাম্বি (উইকেরকক্ষক), তাদিওয়ানাসে মারুমানি, ক্রেইগ আরভিন, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদান্দে, জোনাথন ক্যাম্পবেল, লুক জংউই, অ্যাইন্সলে এনলোভু, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি।
বিজনেস আওয়ার/০৫ মে/ রানা