বিজনেস আওয়ার প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৬ মে) সূচকের উত্থানে লেনদেন ছাড়ালো ১ হাজার ৯৫৬ কোটি টাকা। সেই সাথে বেড়েছে ২৫২ কোম্পানির শেয়ারের দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসই এক্স’ সহ বাকি দুইটি সূচকেরও উত্থান হয়েছে। যার মাঝে ডিএসইএক্স ৩৪ দশমিক ৯৫ পয়েন্ট বৃদ্ধির পর লেনদেন শেষে ৫ হাজার ৭২৭ পয়েন্টে অবস্থান করছে।
অন্য সূচকগুলোর মাঝে ডিএসইএস ১০ দশমিক ৫১ পয়েন্ট এবং ডিএস৩০ ১৩ দশমিক ৩৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে যথাক্রমে ১ হাজার ২৬১ পয়েন্ট এবং ২ হাজার ৪৬ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ১ হাজার ৯৫ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে ৮১৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।
সোমবার ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৫২টি কোম্পানির, বিপরীতে ৮৬ কোম্পানির দর কমেছে। আর ৫৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
বিজনেস আওয়ার/০৬ মে/ এ এইচ