স্পোর্টস ডেস্কঃ নারী ফুটবল লিগের নতুন দল বাংলাদেশ সেনাবাহিনী স্পোর্টিং ক্লাব দুর্দান্ত শুরু করেছিল অপেক্ষাকৃত শক্তিশালী আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জয় দিয়ে।
দীর্ঘদিন বাংলাদেশের নারী ফুটবলের কোচের দায়িত্ব পালন করা গোলাম রব্বানী ছোটনের হাত ধরেই বাংলাদেশ সেনাবাহিনী স্পোর্টিং ক্লাব প্রথম খেলছে মেয়েদের লিগে। আরেকটি জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা।
গত ২৭ এপ্রিল লিগের উদ্বোধনী ম্যাচে গতবারের রানার্সআপ আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোটিং ক্লাবের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী। ওই ম্যাচ ১-০ গোলে জিতে চমক দেখয়েছিল ছোটনের দল। দ্বিতীয় রাউন্ডে বিরতি ছিল আর্মি। সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা ২-০ গোলে হারিয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে।
কমলাপুরে অনুষ্ঠিত ম্যাচের ৩৩ মিনিটে নওশন জাহানের গোলে এগিয়ে যায় বাংলাদেশ সেনাবাহিনী। শেষ বাঁশির কিছু সময় আগে ব্যবধান দ্বিগুণ করেন মমিতা খাতুন।
দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে তারকা সমৃদ্ধ দল নাসরিন স্পোর্টিংয়ের সঙ্গে যৌথভাবে টেবিলের শীর্ষে এখন বাংলাদেশ সেনাবাহিনী স্পোর্টিং ক্লাব। ফরাশগঞ্জের এটি টানা দুই হার। তিন ম্যাচে তাদের পয়েন্ট ৩।
বিজনেস আওয়ার/০৬ মে/ রানা