ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এক সপ্তাহেই শেষ পানেসারের রাজনৈতিক ক্যারিয়ার!

  • পোস্ট হয়েছে : ০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪
  • 89

স্পোর্টস ডেস্কঃ এক সপ্তাহ আগে মন্টি পানেসার ঘোষণা দিয়েছিলেন, তিনি ইংল্যান্ডের আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন। জর্জ গ্যালওয়ের ওয়ার্কাস পার্টি থেকে ইলিং সাউথহল আসনে নির্বাচনের ঘোষণা দেন তিনি। ৪২ বছর বয়সী মন্টি পানেসারকে গত সপ্তাহে জর্জ গ্যালওয়ে নিজেই পরিচয় করিয়ে দিয়েছিলেন ওয়েস্ট মিনিস্টারে অনুষ্ঠিত একটি মিডিয়া ইভেন্টে।

কিন্তু এক সপ্তাহ পরই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি। এ সময় মন্টি পানেসার জানিয়েছেন, তিনি এখন শুধু শুনতে চান, শিখতে চান এবং সঠিক একটি রাজনৈতিক অবস্থান তৈরি করতে চান। টেলিগ্রাফ পত্রিকায় লেখা হয়েছে, পানেসার চান ইংল্যান্ডের শ্রমিক জনতার মুখপাত্র হতে (ভয়েস ফর দ্য ওয়ার্কার্স অফ দিস কান্ট্রি)।

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও উপরোক্ত কথা থেকে বোঝা যাচ্ছে, রাজনীতিকে ছেড়ে দিচ্ছেন না তিনি। বরং, ভবিষ্যতের জন্য আরও শক্তিশালী হয়ে উঠতে চান। টেলিগ্রাফেই তার ইচ্ছার কথা লেখা হয়েছে এভাবে,‘রাজনীতিতে আমার আখাঙ্কা হচ্ছে, আমি একদিন প্রধানমন্ত্রী হবো।’

ইলিং সাউথহলে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন তিনি। যে আসনটি এখন লেবার পার্টির দখলে এবং সেখানে তারা সর্বাধিক ১৬০৮০ ভোট পেয়ে বিজয়ী। সেই আসনটিতেই ওয়ার্কার্স পার্টির হয়ে প্রার্থী হতে চেয়েছিলেন পানেসার।

নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে পানেসার লিখেন, ‘আমি একজন গর্বিত ব্রিটিশ। নিজের দেশকে ক্রিকেটের সর্বোচ্চ স্থানে প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত হয়েছি। এখন আমি অন্য জায়গায় মানুষকে সহযোগিতা করতে চাই। কিন্তু এ সময় বুঝতে পেরেছি যে, এই অভিযাত্রায় এখনও আমি একেবারে নতুন। এখনও আমি শিখছি, কিভাবে রাজনীতি দিয়ে মানুষকে সাহায্য করা যেতে পারে।’

তিনি আরও লিখেন, ‘সুতরাং, আজ আমি আগামী সাধারণ নির্বাচনে ওয়ার্কার্স পার্টি থেকে প্রার্থী হওয়ার যে ঘোষণা দিয়েছিলাম, সেটা প্রত্যাহার করে নিচ্ছি। আমি উপলব্ধি করতে সক্ষম হয়েছি যে, এখনও জানা-শোনা, শেখা এবং নিজের রাজনৈতিক অবস্থান তৈরি করার জন্য অনেক সময়ের প্রয়োজন। যা আমার ব্যক্তিগত এবং রাজনৈতিক মূল্যবোধের সঙ্গে মিলে যায়।’

‘অবশ্যই ওয়ার্কার্স পার্টির জন্য শুভ কামনা থাকবে আমার। তবে আমার নিজের জন্য আরও কিছু সময়ের প্রয়োজন। যাতে আরও পরিণত হতে পারি। একই সঙ্গে নিজের রাজনৈতিক অবস্থানও যাতে বুঝতে পারি। সুতরাং, ভালোভাবে প্রস্তুত হয়েই আমি জনগনের জন্য ভালো ডেলিভারিটি দিতে চাই, যখন আমি পরবর্তী রাজনৈতিক উইকেটের জন্য দৌড় শুরু করবো।’

মন্টি পানেসারের পুরো নাম মাধসুদেন সিং পানেসার। ২০০৬ সালে প্রথম প্র্যাকটিসিং শিখ হিসেবে ইংল্যান্ড জাতীয় দলে সুযোগ পান, ভারতের বিপক্ষে নাগপুর টেস্টে। ক্রিকেটে থেকে যখন তিনি অবসর নেন, এরপর লন্ডনের সেন্ট মেরি বিশ্ববিদ্যালয় থেকে স্পোর্টস জার্নালিজমের ওপর কোর্স করেন।

বিজনেস আওয়ার/০৮ মে/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

এক সপ্তাহেই শেষ পানেসারের রাজনৈতিক ক্যারিয়ার!

পোস্ট হয়েছে : ০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪

স্পোর্টস ডেস্কঃ এক সপ্তাহ আগে মন্টি পানেসার ঘোষণা দিয়েছিলেন, তিনি ইংল্যান্ডের আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন। জর্জ গ্যালওয়ের ওয়ার্কাস পার্টি থেকে ইলিং সাউথহল আসনে নির্বাচনের ঘোষণা দেন তিনি। ৪২ বছর বয়সী মন্টি পানেসারকে গত সপ্তাহে জর্জ গ্যালওয়ে নিজেই পরিচয় করিয়ে দিয়েছিলেন ওয়েস্ট মিনিস্টারে অনুষ্ঠিত একটি মিডিয়া ইভেন্টে।

কিন্তু এক সপ্তাহ পরই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি। এ সময় মন্টি পানেসার জানিয়েছেন, তিনি এখন শুধু শুনতে চান, শিখতে চান এবং সঠিক একটি রাজনৈতিক অবস্থান তৈরি করতে চান। টেলিগ্রাফ পত্রিকায় লেখা হয়েছে, পানেসার চান ইংল্যান্ডের শ্রমিক জনতার মুখপাত্র হতে (ভয়েস ফর দ্য ওয়ার্কার্স অফ দিস কান্ট্রি)।

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও উপরোক্ত কথা থেকে বোঝা যাচ্ছে, রাজনীতিকে ছেড়ে দিচ্ছেন না তিনি। বরং, ভবিষ্যতের জন্য আরও শক্তিশালী হয়ে উঠতে চান। টেলিগ্রাফেই তার ইচ্ছার কথা লেখা হয়েছে এভাবে,‘রাজনীতিতে আমার আখাঙ্কা হচ্ছে, আমি একদিন প্রধানমন্ত্রী হবো।’

ইলিং সাউথহলে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন তিনি। যে আসনটি এখন লেবার পার্টির দখলে এবং সেখানে তারা সর্বাধিক ১৬০৮০ ভোট পেয়ে বিজয়ী। সেই আসনটিতেই ওয়ার্কার্স পার্টির হয়ে প্রার্থী হতে চেয়েছিলেন পানেসার।

নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে পানেসার লিখেন, ‘আমি একজন গর্বিত ব্রিটিশ। নিজের দেশকে ক্রিকেটের সর্বোচ্চ স্থানে প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত হয়েছি। এখন আমি অন্য জায়গায় মানুষকে সহযোগিতা করতে চাই। কিন্তু এ সময় বুঝতে পেরেছি যে, এই অভিযাত্রায় এখনও আমি একেবারে নতুন। এখনও আমি শিখছি, কিভাবে রাজনীতি দিয়ে মানুষকে সাহায্য করা যেতে পারে।’

তিনি আরও লিখেন, ‘সুতরাং, আজ আমি আগামী সাধারণ নির্বাচনে ওয়ার্কার্স পার্টি থেকে প্রার্থী হওয়ার যে ঘোষণা দিয়েছিলাম, সেটা প্রত্যাহার করে নিচ্ছি। আমি উপলব্ধি করতে সক্ষম হয়েছি যে, এখনও জানা-শোনা, শেখা এবং নিজের রাজনৈতিক অবস্থান তৈরি করার জন্য অনেক সময়ের প্রয়োজন। যা আমার ব্যক্তিগত এবং রাজনৈতিক মূল্যবোধের সঙ্গে মিলে যায়।’

‘অবশ্যই ওয়ার্কার্স পার্টির জন্য শুভ কামনা থাকবে আমার। তবে আমার নিজের জন্য আরও কিছু সময়ের প্রয়োজন। যাতে আরও পরিণত হতে পারি। একই সঙ্গে নিজের রাজনৈতিক অবস্থানও যাতে বুঝতে পারি। সুতরাং, ভালোভাবে প্রস্তুত হয়েই আমি জনগনের জন্য ভালো ডেলিভারিটি দিতে চাই, যখন আমি পরবর্তী রাজনৈতিক উইকেটের জন্য দৌড় শুরু করবো।’

মন্টি পানেসারের পুরো নাম মাধসুদেন সিং পানেসার। ২০০৬ সালে প্রথম প্র্যাকটিসিং শিখ হিসেবে ইংল্যান্ড জাতীয় দলে সুযোগ পান, ভারতের বিপক্ষে নাগপুর টেস্টে। ক্রিকেটে থেকে যখন তিনি অবসর নেন, এরপর লন্ডনের সেন্ট মেরি বিশ্ববিদ্যালয় থেকে স্পোর্টস জার্নালিজমের ওপর কোর্স করেন।

বিজনেস আওয়ার/০৮ মে/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: