ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আবার লন্ডন মাতাতে যাচ্ছেন জেমস

  • পোস্ট হয়েছে : ০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪
  • 117

বিনোদন ডেস্কঃ আবার লন্ডন মাতাতে যাচ্ছেন নগর বাউল জেমস। সবশেষ তিনি গত বছরের ৭ ডিসেম্বর গান গেয়েছেন লন্ডনের দ্য রয়্যাল রিজেন্সিতে এবং ১০ ডিসেম্বর বার্মিংহামের একটি কনসার্টে। দেশে ফেরার চার মাস পেরোতেই আবার লন্ডন মাতাতে যাচ্ছেন জেমস। পারফর্ম করবেন বাংলাদেশ ফেস্টিভ্যালে।

তবে ৭ ডিসেম্বর গান গাওয়ার আগে ছিলো প্রায় ১০ বছরের বিরতী।

জানা যায়, আগামী ২৬ ও ২৭ মে লন্ডনের মাইল এন্ড স্টেডিয়ামে এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে। এর আয়োজন করেছে নেক্সট স্টেজ ইভেন্ট। খবরটি নিশ্চিত করেছেন জেমস ও তাঁর ব্যান্ড নগর বাউলের ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন।

তিনি জানান, ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’ লন্ডনে বসবাসরত বাঙালিদের অন্যতম মিলনমেলা। বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতেই প্রতিবছর এআয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় এবারও থাকছে যাত্রাপালা, বাউল গানসহ বাঙালি শিল্পীদের নানা ধরনের পরিবেশনা।

আয়োজকরা জানান, শুধু প্রবাসী বাঙালি নয়, ভিন্ন জাতি-গোষ্ঠীর লোকজন এউৎসবে অংশ নেন।

পরিচিত হন বাংলা সংস্কৃতির সঙ্গে। এবার তাদের মধ্যে বাংলাদেশের রকস্টার জেমসের উপস্থিতি উৎসবকে আরও বর্ণিল করে তুলবে বলেআশা প্রকাশ করেন আয়োজকরা।

বিজনেস আওয়ার/০৮ মে/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আবার লন্ডন মাতাতে যাচ্ছেন জেমস

পোস্ট হয়েছে : ০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪

বিনোদন ডেস্কঃ আবার লন্ডন মাতাতে যাচ্ছেন নগর বাউল জেমস। সবশেষ তিনি গত বছরের ৭ ডিসেম্বর গান গেয়েছেন লন্ডনের দ্য রয়্যাল রিজেন্সিতে এবং ১০ ডিসেম্বর বার্মিংহামের একটি কনসার্টে। দেশে ফেরার চার মাস পেরোতেই আবার লন্ডন মাতাতে যাচ্ছেন জেমস। পারফর্ম করবেন বাংলাদেশ ফেস্টিভ্যালে।

তবে ৭ ডিসেম্বর গান গাওয়ার আগে ছিলো প্রায় ১০ বছরের বিরতী।

জানা যায়, আগামী ২৬ ও ২৭ মে লন্ডনের মাইল এন্ড স্টেডিয়ামে এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে। এর আয়োজন করেছে নেক্সট স্টেজ ইভেন্ট। খবরটি নিশ্চিত করেছেন জেমস ও তাঁর ব্যান্ড নগর বাউলের ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন।

তিনি জানান, ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’ লন্ডনে বসবাসরত বাঙালিদের অন্যতম মিলনমেলা। বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতেই প্রতিবছর এআয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় এবারও থাকছে যাত্রাপালা, বাউল গানসহ বাঙালি শিল্পীদের নানা ধরনের পরিবেশনা।

আয়োজকরা জানান, শুধু প্রবাসী বাঙালি নয়, ভিন্ন জাতি-গোষ্ঠীর লোকজন এউৎসবে অংশ নেন।

পরিচিত হন বাংলা সংস্কৃতির সঙ্গে। এবার তাদের মধ্যে বাংলাদেশের রকস্টার জেমসের উপস্থিতি উৎসবকে আরও বর্ণিল করে তুলবে বলেআশা প্রকাশ করেন আয়োজকরা।

বিজনেস আওয়ার/০৮ মে/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: