বিনোদন ডেস্কঃ কয়েক দিন আগে বলিউড তারকা সালমান খানের বাড়ির সামনে গোলাগুলির ঘটনা ঘটে। এবার একই ঘটনা ঘটল কানাডায়। ওখানকার জনপ্রিয় র্যাপার ড্রেকের প্রাসাদে গুলির ঘটনা ঘটেছে। ড্রেক টরন্টোর এই সময়ের জনপ্রিয় একজন র্যাপার।
জানা যায়, গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
সংবাস সংস্থা বিবিসি জানায়, গুলিতে আহত নিরাপত্তারক্ষীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় ড্রেক বাড়িতে ছিলেন কি না, জানা যায়নি। হামলার কারণ খতিয়ে দেখতে তদন্ত করছে পুলিশ।
গুলির ঘটনার পর থেকে নিরাপত্তাবলয়ে ঘিরে ফেলা হয়েছে ড্রেকের প্রাসাদ। জানা গেছে, গাড়ি করে এসে গুলি চালিয়ে চোখের নিমেষে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা টরন্টোর পুলিশ ইন্সপেক্টর পল ক্রাওকেজি এক ভিডিও বার্তায় জানিয়েছেন, হামলায় আহত নিরাপত্তারক্ষী এখনো হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনা নিয়ে ড্রেকের বক্তব্য পাওয়া যায়নি।
কয়েক দিন আগে ড্রেকের সঙ্গে আরেক র্যাপার কেন্ড্রিক লামারের দ্বন্দ্ব নিয়ে সরগরম ছিল বিশ্বসংগীত।
লামার তাঁর গানে ড্রেকের সমালোচনা করেন। তাকে রীতিমতো মদখোর ও জুয়াড়ি হিসেবে আখ্যায়িত করেন লামার। ব্যক্তিগত ঝামেলার সঙ্গে ড্রেকের বাড়িতে হামলার কোনো সংযোগ আছে কি না, তা-ও তদন্ত করছে পুলিশ।
৩৭ বছর বয়সী ড্রেক এ পর্যন্ত পাঁচবার গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন। কানাডার পাশাপাশি যুক্তরাষ্ট্রেরও নাগরিকত্ব রয়েছে গায়কের।
বিজনেস আওয়ার/০৮ মে/ রানা