বিনোদন ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মুখ রাফসান। তবে তাকে সবাই চেনেন রাফসান দ্য ছোট ভাই নামে। তার নির্মিত ভিডিও কনটেন্টে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। শুরুটা অবশ্য খাবারের ভালো-মন্দ পর্যালোচনা তথা ফুডভ্লগিং করেই।
তারপর অবশ্য নানা বিষয়ে ভিডিও নির্মাণ করেছেন এই কনটেন্ট ক্রিয়েটর। পাশাপাশি ব্যবসায়ী হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। মাত্র ২৬ বছর বয়সেই পেয়েছেন এই সফলতা। বলা যায়, তিনি যেখানে হাত দিয়েছেন সেখানেই সোনা ফলেছে।
তবে দুই দিন হলো তিনি আলোচনায় আছেন ভিন্ন কারণে। বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন মা-বাবাকে। এতে তার বাবা অবাক হয়েছেন। আবেগে আপ্লুত হয়ে তাদের চোখে খুশির অশ্রু।
জানা যায়, মা-বাবাকে গাড়ি উপহার দিয়ে চার বছর আগে দেখা স্বপ্নপূরণ করলেন রাফসান। তার ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিও থেকেই জানা গেছে এমন তথ্য।
ভিডিওতে দেখা যায়, টানা দুইবার বিভিন্ন মডেলের গাড়ি কেনার কথা বলে মজা করে মা-বাবা এবং ভাইকে চমকে দেওয়ার চেষ্টা করেন রাফসান। তবে আসল আকর্ষণ মা-বাবার জন্য কেনা একটি বিলাসবহুল জার্মান ‘অডি’ গাড়ি, তাদেরই গ্যারেজে আগে থেকেই সাজিয়ে প্রস্তুত করে রাখা হয়। ছেলের এমন উপহার পেয়ে মা-বাবা আবেগে আপ্লুত হয়ে পড়েন।
তিনি নিজেও এই উপহার দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে ভিডিওতে কথার খেই হারিয়ে ফেলছিলেন বারবার।
ভিডিওতে রাফসান জানান, প্রায় চার বছর আগে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনারত অবস্থায় তাদের গাড়িটি বিক্রি করে দেওয়া হয়। তখন থেকেই মা-বাবাকে নিজের টাকায় একটি বিলাসবহুল গাড়ি দিয়ে অবাক করে দেওয়ার এক প্রচণ্ড জেদ কাজ করে তার ভেতর। এ জন্য যেকোনো ধরনের পরিশ্রম এবং কষ্ট করার জন্য প্রস্তুত ছিলেন তিনি।
ইউরোপ-আমেরিকায়ও এ গাড়ি বিলাসবহুল হিসেবে দেখা হয়। বাংলাদেশেও খুব কম মানুষের কাছে এ গাড়ি আছে। দেশের বাজারে এই গাড়ির মূল্য দুই কোটি টাকার ওপরে। কেবল কনটেন্ট বানিয়ে এত দামি গাড়ি কেনা চাট্টিখানি কথা নয়। কিন্তু রাফসান পেরেছেন।
বিষয়টি সামাজিক মাধ্যমে প্রকাশের পর থেকেই আলোচনা চলছে। অনেকেই বলাবলি করছেন, পড়াশোনা না করে ইউটিউবিং করলেই বরং বেশি আয় করা সম্ভব। অবশ্য এমন দাবির পাল্টা যুক্তিও দেখাচ্ছেন কেউ কেউ।
তবে রাফসান জানান, তার জীবনের আরো অনেক গল্প আছে। পরে কোনো একসময় অনুসারীদের সেসব কথা জানাবেন বলে জানান তিনি। তবে স্বপ্নপূরণের জন্য কোনো প্রকার অজুহাত না দেওয়ার পরামর্শ দেন এই কনটেন্ট ক্রিয়েটর।
বিজনেস আওয়ার/০৯ মে/ রানা