ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

১ জুন পর্যন্ত এমবাপেকে নিয়ে চিন্তাই করবেন না রিয়াল কোচ

  • পোস্ট হয়েছে : ০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
  • 81

স্পোর্টস ডেস্কঃ সপ্তাহের মাঝপথে বায়ার্ন মিউনিখকে অবিশ্বাস্যভাবে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। সপ্তাহের শেষ প্রান্তে এসে লা লিগায় গ্রানাডাকে ৪-০ গোলে হারিয়েছে লজ ব্লাঙ্কোজরা। স্বাভাবিকভাবেই দারুণ উচ্ছ্বসিত রিয়াল মাদ্রিদ ফুটবলার, কর্মকর্তা এবং সমর্থকরা।

এরই মধ্যে ফরাসি তারকা কিলিয়ান এমবাপে আনুষ্ঠানিকভাবেই পিএসজি ছাড়া ঘোষণা দিয়েছেন। অর্থ্যাৎ, এই জুনেই তিনি হয়ে যাচ্ছেন ফ্রি-এজেন্ট। এখন যে ক্লাবে ইচ্ছা, সে ক্লাবে যোগ দিতে পারবেন তিনি। যদিও, দীর্ঘদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, রিয়াল মাদ্রিদেই যোগ দেবেন তিনি। পিএসজি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার পর রিয়াল সমর্থকরাও উন্মুখ হয়ে আছেন, এমবাপে এবং রিয়াল আনুষ্ঠানিক চুক্তির বিষয়টি শোনার জন্য।

কিন্তু আপাতত সে দিকে কোনোই মনযোগ নেই রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির। লা লিগার শিরোপা নিশ্চিত হয়ে গেছে। এ কারণে লিগ নিয়ে চিন্তা শেষ। এখন একটাই চিন্তা তার মাথায়, চ্যাম্পিয়ন্স লিগ। ১ জুন লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগের জমজমাট ফাইনাল। যেখানে রিয়ালের প্রতিপক্ষ জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড।

গ্রানাডাকে ৪-০ গোলে হারানোর পর সংবাদ সম্মেলনে স্বভাবিকভাবেই উঠে এসেছে কিলিয়ান এমবাপের বিষয়টি। তাকে রিয়ালে নেয়া হচ্ছে কি হচ্ছে না। এ বিষয়ে আপডেট কী? জানতে চাইলে কার্লো আনচেলত্তি সরাসরি বলে দেন, ‘এই মুহূর্তে এ বিষয়টা নিয়ে আমি মোটেও ভাবছি না। জুনের ১ তারিখ পর্যন্ত আমি অন্য কোনো কিছু নিয়েই ভাববো না। আমি জানি, ১ তারিখ পর্যন্ত আমাকে কোথায় ফোকাস করতে হবে।’

গত বছর রিয়াল মাদ্রিদ এমবাপেকে কিনতে চেয়েছিলো পিএসজির কাছ থেকে। যার জন্য ১৮০ মিলিয়ন ইউরো দিতেও রাজি হয়েছিলো মাদ্রিদ। কিন্তু পিএসজি স্প্যানিশ ক্লাবটির প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলো সে সময়। এক বছর পর এখন বিনামূল্যেই এমবাপেকে ছাড়তে হচ্ছে তাদের। কারণ, চুক্তির মেয়াদ শেষ।

এখন দেখার বিষয়, কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদেই যোগ দেন, নাকি অন্য কোনো ক্লাবে যান। যদিও রিয়ালে যাওয়ার সম্ভাবনাই বেশি।

বিজনেস আওয়ার/১২ মে/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

১ জুন পর্যন্ত এমবাপেকে নিয়ে চিন্তাই করবেন না রিয়াল কোচ

পোস্ট হয়েছে : ০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪

স্পোর্টস ডেস্কঃ সপ্তাহের মাঝপথে বায়ার্ন মিউনিখকে অবিশ্বাস্যভাবে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। সপ্তাহের শেষ প্রান্তে এসে লা লিগায় গ্রানাডাকে ৪-০ গোলে হারিয়েছে লজ ব্লাঙ্কোজরা। স্বাভাবিকভাবেই দারুণ উচ্ছ্বসিত রিয়াল মাদ্রিদ ফুটবলার, কর্মকর্তা এবং সমর্থকরা।

এরই মধ্যে ফরাসি তারকা কিলিয়ান এমবাপে আনুষ্ঠানিকভাবেই পিএসজি ছাড়া ঘোষণা দিয়েছেন। অর্থ্যাৎ, এই জুনেই তিনি হয়ে যাচ্ছেন ফ্রি-এজেন্ট। এখন যে ক্লাবে ইচ্ছা, সে ক্লাবে যোগ দিতে পারবেন তিনি। যদিও, দীর্ঘদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, রিয়াল মাদ্রিদেই যোগ দেবেন তিনি। পিএসজি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার পর রিয়াল সমর্থকরাও উন্মুখ হয়ে আছেন, এমবাপে এবং রিয়াল আনুষ্ঠানিক চুক্তির বিষয়টি শোনার জন্য।

কিন্তু আপাতত সে দিকে কোনোই মনযোগ নেই রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির। লা লিগার শিরোপা নিশ্চিত হয়ে গেছে। এ কারণে লিগ নিয়ে চিন্তা শেষ। এখন একটাই চিন্তা তার মাথায়, চ্যাম্পিয়ন্স লিগ। ১ জুন লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগের জমজমাট ফাইনাল। যেখানে রিয়ালের প্রতিপক্ষ জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড।

গ্রানাডাকে ৪-০ গোলে হারানোর পর সংবাদ সম্মেলনে স্বভাবিকভাবেই উঠে এসেছে কিলিয়ান এমবাপের বিষয়টি। তাকে রিয়ালে নেয়া হচ্ছে কি হচ্ছে না। এ বিষয়ে আপডেট কী? জানতে চাইলে কার্লো আনচেলত্তি সরাসরি বলে দেন, ‘এই মুহূর্তে এ বিষয়টা নিয়ে আমি মোটেও ভাবছি না। জুনের ১ তারিখ পর্যন্ত আমি অন্য কোনো কিছু নিয়েই ভাববো না। আমি জানি, ১ তারিখ পর্যন্ত আমাকে কোথায় ফোকাস করতে হবে।’

গত বছর রিয়াল মাদ্রিদ এমবাপেকে কিনতে চেয়েছিলো পিএসজির কাছ থেকে। যার জন্য ১৮০ মিলিয়ন ইউরো দিতেও রাজি হয়েছিলো মাদ্রিদ। কিন্তু পিএসজি স্প্যানিশ ক্লাবটির প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলো সে সময়। এক বছর পর এখন বিনামূল্যেই এমবাপেকে ছাড়তে হচ্ছে তাদের। কারণ, চুক্তির মেয়াদ শেষ।

এখন দেখার বিষয়, কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদেই যোগ দেন, নাকি অন্য কোনো ক্লাবে যান। যদিও রিয়ালে যাওয়ার সম্ভাবনাই বেশি।

বিজনেস আওয়ার/১২ মে/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: