বিজনেস আওয়ার প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (১৪ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইজেনারেশন লিমিটেড। কোম্পানিটির আজ ২৮ কোটি ১৮ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৫৭ লাখ ৬১ হাজার টাকার।
১৬ কোটি ৫৭ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এডভেন্ট ফার্মা, কহিনুর কেমিক্যালস, বেস্ট হোল্ডিংস, এসকে ট্রিমস, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো, ওরিয়ন ফার্মা এবং প্যারামাউন্ট ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
বিজনেস আওয়ার/১৪ মে/ এ এইচ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: