ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সিরিজের পর যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ

  • পোস্ট হয়েছে : ০৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪
  • 111

স্পোর্টস ডেস্ক: ভাবা হচ্ছিল, বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটিই হবে শেষ প্রস্তুতি। তবে মূল আসর শুরুর আগে গা গরম করার জন্য ভারতের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। এই ম্যাচ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগ্রহও ছিল।

তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের আরও একটি প্রস্তুতি ম্যাচ হবে, এটি নিয়ে বিসিবির একটু আপত্তি ছিল। কারণ, এখানে বিশ্রামের একটি বিষয় আছে। তবে শেষ দিকে এসে চমক দেখালো আইসিসি।

নতুন করে বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচের একটি সূচি প্রকাশ করেছে আইসিসি। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের একটি প্রস্তুতি ম্যাচ রাখা হয়েছে সূচিতে। বিসিবি না চাইলেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশকে প্রস্তুতি ম্যাচটি খেলতে বলছে আইসিসি।

গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এই সূচিতে দেখা গেছে, মোট প্রস্তুতি ম্যাচ হচে ১৭টি। ২৭ মে থেকে ১ জুন অর্থাৎ ৪দিনের মধ্যে এসব ম্যাচ হবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেডিয়ামে। বাংলাদেশের ম্যাচ রাখা হয়েছে ২৮ মে টেক্সাসের গ্রান্ড প্রেইরি স্টেডিয়ামে; যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা, আর বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা।

মূল আসরে যাওয়ার আগে কোনো ধরনের প্রস্তুতি ম্যাচ খেলবে না তিনটি দল। দলগুলো হলো- পাকিস্তান, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। অর্থাৎ সরাসরি বিশ্বকাপে অংশ নেবে তারা।

শুধু বাংলাদেশ নয়, এছাড়া ১২টি দল দুটি করে ম্যাচ খেলবে। আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজ খেলবে একটি ম্যাচ। একমাত্র তিনটি ম্যাচ খেলবে নামিবিয়া।

আগে জানা গিয়েছিল, ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচটি হবে নবনির্মিত নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে। তবে আইসিসির প্রকাশিত সূচিতে এই ম্যাচের ভেন্যু নিধারণ করা হয়নি। যু্ক্তরাষ্ট্রেই হবে, তবে আনুষ্ঠানিকভাবে স্টেডিয়ামের নামটি প্রকাশিত হয়নি। এমনকি সময়ও জানানো হয়নি।

আগামী ১ জুন (যুক্তরাষ্ট্র সময়) শুরু হবে বিশ্বকাপের মূলপর্ব। বাংলাদেশ সময় ২ জুন পর্দা উঠবে ইতিহাসের সবচেয়ে বড় টি-টোয়েন্টি বিশ্বকাপের। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের আয়োজনে এবারের আসরে অংশ নেবে মোট ২০ দল।

বিজনেস আওয়ার/১৭ মে/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সিরিজের পর যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ

পোস্ট হয়েছে : ০৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪

স্পোর্টস ডেস্ক: ভাবা হচ্ছিল, বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটিই হবে শেষ প্রস্তুতি। তবে মূল আসর শুরুর আগে গা গরম করার জন্য ভারতের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। এই ম্যাচ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগ্রহও ছিল।

তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের আরও একটি প্রস্তুতি ম্যাচ হবে, এটি নিয়ে বিসিবির একটু আপত্তি ছিল। কারণ, এখানে বিশ্রামের একটি বিষয় আছে। তবে শেষ দিকে এসে চমক দেখালো আইসিসি।

নতুন করে বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচের একটি সূচি প্রকাশ করেছে আইসিসি। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের একটি প্রস্তুতি ম্যাচ রাখা হয়েছে সূচিতে। বিসিবি না চাইলেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশকে প্রস্তুতি ম্যাচটি খেলতে বলছে আইসিসি।

গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এই সূচিতে দেখা গেছে, মোট প্রস্তুতি ম্যাচ হচে ১৭টি। ২৭ মে থেকে ১ জুন অর্থাৎ ৪দিনের মধ্যে এসব ম্যাচ হবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেডিয়ামে। বাংলাদেশের ম্যাচ রাখা হয়েছে ২৮ মে টেক্সাসের গ্রান্ড প্রেইরি স্টেডিয়ামে; যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা, আর বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা।

মূল আসরে যাওয়ার আগে কোনো ধরনের প্রস্তুতি ম্যাচ খেলবে না তিনটি দল। দলগুলো হলো- পাকিস্তান, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। অর্থাৎ সরাসরি বিশ্বকাপে অংশ নেবে তারা।

শুধু বাংলাদেশ নয়, এছাড়া ১২টি দল দুটি করে ম্যাচ খেলবে। আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজ খেলবে একটি ম্যাচ। একমাত্র তিনটি ম্যাচ খেলবে নামিবিয়া।

আগে জানা গিয়েছিল, ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচটি হবে নবনির্মিত নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে। তবে আইসিসির প্রকাশিত সূচিতে এই ম্যাচের ভেন্যু নিধারণ করা হয়নি। যু্ক্তরাষ্ট্রেই হবে, তবে আনুষ্ঠানিকভাবে স্টেডিয়ামের নামটি প্রকাশিত হয়নি। এমনকি সময়ও জানানো হয়নি।

আগামী ১ জুন (যুক্তরাষ্ট্র সময়) শুরু হবে বিশ্বকাপের মূলপর্ব। বাংলাদেশ সময় ২ জুন পর্দা উঠবে ইতিহাসের সবচেয়ে বড় টি-টোয়েন্টি বিশ্বকাপের। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের আয়োজনে এবারের আসরে অংশ নেবে মোট ২০ দল।

বিজনেস আওয়ার/১৭ মে/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: