বিনোদন ডেস্কঃ ভারতে চলছে লোকসভা নির্বাচন। এই নির্বাচনে প্রার্থী হয়েছেন অনেক তারকাই। তাদের মধ্যে অন্যতম কঙ্গনা রানাওয়াত। প্রার্থী হয়েই নায়িকা ঘোষণা করেন, যদি তিনি এই ভোটে বিজয়ী হন তাহলে প্রয়োজনে অভিনয়ও ছেড়ে দেবেন! এই খবর প্রকাশ্যে আসতেই উঠেছে আলোচনার ঝড়।
পাশাপাশি উঠে এসেছে নতুন একটা প্রশ্নও। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ‘বিনোদিনী’র ভবিষ্যত তবে কী?
আনন্দবাজান জানাচ্ছে, অভিনয় ক্ষমতার জোরেই কঙ্গনা দর্শক মনে নিজের জায়গা করে নিয়েছেন। কিন্তু ভোটে প্রার্থী হওয়ার পর সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয় মান্ডি থেকে নির্বাচনে জিতলে তিনি বলিউড ছেড়ে দেবেন কিনা। উত্তরে ‘হ্যাঁ’ বলে বলেন ‘ফিল্মি দুনিয়া মিথ্যে, সেখানে যা কিছু আছে সবই ভুয়া।
গত বছরের নভেম্বর মাসে শোনা গিয়েছিল হিন্দিতে ‘নটী বিনোদিনী’ বানাবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর সেই ছবিতে ‘বিনোদিনী’র ভূমিকায় দেখা যাবে বলিউডের ‘কুইন’ কঙ্গনাকে। তবে কঙ্গনা যে হিন্দি ছবিতে ‘নটী বিনোদিনী’ হচ্ছেন, সে খবর অবশ্য তারও আগে জানা গিয়েছিল। তখন পরিচালক প্রদীপ সরকারের পরিচালনায় তাঁর এই ছবিটি করার কথা ছিল।
তবে প্রদীপ সরকার আর নেই। গত বছর মার্চ মাসে আচমকাই মৃত্যু হয় পরিচালকের। তারপর শোনা যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেই ছবি পরিচালনার ভার কাঁধে তুলে নেবেন।
কিন্তু তারপরই কঙ্গনার এই ঘোষণা, আবার ছবির ভবিষৎকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। এই বিষয়ে জানার জন্য আনন্দবাজার অনলানইন নায়িকার সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, কঙ্গনার এখন পাখির চোখ নির্বাচন।
তিনি সারাক্ষণ প্রচারে। কেবল তাঁকে দেখবেন, তাঁর কথা শুনবেন বলে দলে দলে ভিড় জমাচ্ছেন অনুরাগীরা। পরিস্থিতিও ইতিবাচক। তাঁর জেতার পাল্লা নাকি বেশ ভারী। তাই অভিনয় নিয়ে এক্ষুণি মন্তব্য করতে তিনি নারাজ। অন্যদিকে, এই নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও মুখ খোলেননি। প্রসেনজিৎ বর্তমানে নিজের অন্যান্য কাজ ও শ্যুটিং নিয়ে ব্যস্ত।
বিজনেস আওয়ার/২২ মে/রানা