বিনোদন ডেস্ক: কয়েকদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। এর ফলে তিনি আজ (২৬ মে) রাতে আইপিএলের মাঠে উপস্থিত থাকবেন কি না-এ নিয়ে ভক্তদের মনে দেখা দিয়েছে বিভিন্ন প্রশ্ন।
কেউ কেউ মনে করছেন কলকাতা নাইট রাইডার্স আইপিএল ফাইনাল খেলছে। আর শাহরুখ মাঠে নেই- এমনটা তো হতে পারে না। কারণ তিনিই তো দলের সবচেয়ে বড় অনুপ্রেরণাকারী।
অথচ সেরকমই আশঙ্কা তৈরি হয়েছিল। আহমেদাবাদে কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ কোয়ালিফায়ার ওয়ান ম্যাচ দেখতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন শাহরুখ খান। কেকেআর মালিককে ভর্তি করা হয়েছিল আহমেদাবাদের এক হাসপাতালে। চিকিৎসকেরা জানিয়েছিলেন, প্রবল গরমে ডিহাইড্রেশনের শিকার হয়েছেন বলিউডের বাদশা।
এরপর থেকে শাহরুখ ভক্তরা অপেক্ষার প্রহর গুনছিলেন- আজ চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে আইপিএল ফাইনালে থাকা কিং খানের থাকা নিয়ে। শাহরুখ খান না থাকা মানে যে কেকেআরের ঝাঁঝটাই কমে যাবে বেশ খানিকটা।
তবে অসংখ্য ভক্ত-অনুরাগীরা আশ্বস্ত হতে পারেন একটি সংবাদে। সব কিছু ঠিকঠাক থাকলে, কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ আইপিএল ফাইনালে মাঠে হাজির থাকছেন শাহরুখ। সঙ্গে কন্যা সুহানা, ছোট ছেলে আব্রামসহ প্রায় পুরো টিম।
কেকেআর-এর পক্ষ থেকে জানা গেছে, এরই মধ্যে শাহরুখের জন্য চেন্নাইয়ে কেকেআরের টিমহোটেলে ঘর বুক করে রাখা হয়েছে। তবে এ বিষয়ে এখনো খোলাখুলি কিছু বলা হচ্ছে না। তবে বিশ্বস্ত সূত্র বলছে, চেন্নাইয়ে থাকছেন কিং খান।
মাঠে শাহরুখ থাকা মানেই আইপিএল ফাইনালের উন্মাদনা বিদ্যুৎ গতিতে বেড়ে যায়। শুধু তাকে দেখার জন্য ভরে যেতে পারে মাঠ। শেষ মুহূর্তে শুরু হয়ে যেতে পারে টিকিট নিয়ে যুদ্ধ।
মাঠে শাহরুখ থাকা মানে শুধু তো ফাইনালের রোশনাই বৃদ্ধি নয়, সেই সঙ্গে কেকেআর শিবিরের মনোবলও দ্বিগুণ হওয়া। বলিউড বাদশা শুধু সিনেমার সংলাপে নয়, বাস্তবেও তিনি যে কোনো মানুষকে শুধু কথা বলে উদ্বুদ্ধ করতে পারেন। এ কারণেই তার মাঠে থাকা উচিত বলে মনে করছেন শাহরুখ।
বিজনেস আওয়ার/২৬ মে/ রানা