স্পোর্টস ডেস্ক:প্যাট কামিন্স, ট্রাভিস হেড ও মিচেল স্টার্ক- এই তিনজন গতকাল রোববার আইপিএলের ফাইনাল ম্যাচ খেলেছেন। এরপর এখনো দেশে ফেরেননি। এছাড়া রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলেছেন গ্লেন ম্যাক্সওয়েল ও ক্যামেরন গ্রিন। এই দুইজনও আছেন অস্ট্রেলিয়াতেই। দলের সঙ্গে এখনো যোগ দেননি।
অপরদিকে অধিনায়ক মিচেল মার্শ এখনো ইনজুরি থেকে সেরে উঠতে পারেননি। তিনি বল করার জন্য প্রস্তুত নন। অর্থাৎ ব্শ্বিকাপ স্কোয়াডের ৬ ক্রিকেটার এখন দলের বাইরে। আগামী বুধবার নামিবিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে তাদেরকে কাউকে দলে পাওয়ার সম্ভাবনা নেই টিম অস্ট্রেলিয়ার।
সে হিসেবে স্কোয়াডে বাকি থাকে ৯ ক্রিকেটার। তার মানে হলো, ৯ ক্রিকেটার দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে অস্ট্রেলিয়া।
একাদশ তো সাজাতে হবে। তাহলে বাকি ২ ক্রিকেটার কোথায় পাবে অস্ট্রেলিয়া? সমাধান হলো- দলের সঙ্গে যাওয়া টিম স্টাফরা। অর্থাৎ স্টাফদের মধ্য থেকেই দুইজনকে মাঠে নামাবে অস্ট্রেলিয়া।
বর্তমান হেড কোচ এন্ড্রু ম্যাকডোনাল্ড, নির্বাচক জর্জ বেইলি, সহকারি কোচ আন্দ্রে বরোভিক ও স্টাফ ব্রাড হজ সবাই অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার। এদের মধ্যে থেকেই ২ জনকে ফিল্ডিং নামাবে অসিরা।
বিজনেস আওয়ার/২৭ মে/ রানা