ঢাকা , মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বায়ার্নের নতুন কোচ হলেন কোম্পানি

  • পোস্ট হয়েছে : ১১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
  • 228

স্পোর্টস ডেস্ক: বেলজিয়ামের সাবেক ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানিকে নতুন কোচ হিসেবে নিয়োগ করেছে বায়ার্ন মিউনিখ। টমাস টুখেলের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

ফুটবল বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন জানিয়েছে, কোম্পানির সঙ্গে ১০ মিলিয়ান ইউরোতে চুক্তি করতে যাচ্ছে বায়ার্ন। তবে বিনিময়ের পরিমাণ নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই জানায়নি কোনো পক্ষ। প্রিমিয়ার লিগে বার্নলিকে অবনমন থেকে বাঁচাতে না পারলেও কোম্পানির উপরই ভরসা রাখছে জার্মান বুন্দেসলিগার ক্লাবটি।

২০২৩-২৪ মৌসুমে বায়ার্নকে কোনো শিরোপা জেতাতে পারেননি টুখেল। ২০১১ সালের পর এবারই প্রথম বুন্দেসলিগার শিরোপা জিততে ব্যর্থ হয়েছে বায়ার্ন। এরপর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরে গেছে জার্মান ক্লাবটি।

এসব ব্যর্থতার মধ্যে গেল ফেব্রুয়ারিতেই বায়ার্ন ছাড়ার ঘোষণা দিয়েছেন টুখেল। তার সঙ্গে এরপর আর কোনো আলোচনা করেনি ক্লাব। টুখেলের স্থলাভিষিক্ত কাকে করা হবে, সেটি ফেব্রুয়ারি থেকেই ভাবতে শুরু করে বায়ার্ন।

এক্ষেত্রে বায়ার লেভারকুসেনের কোচ জাবি আলোনসো ও সাবেক কোচ হুলিয়ান নাগলসম্যানকে আনতে চেয়েছিল বায়ার্ন। তবে তারা দুইজনই তাদের বর্তমান দায়িত্বে থাকার ইচ্ছে পোষণ করেন। যে কারণে, তাদের পাওয়ার আশা বাদ দিয়ে কোম্পানিকে বেছে নিলো বায়ার্ন।

বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর ম্যাক্স এবার্ল বলেন, ‘আমরা এফসি বায়ার্নে ভিনসেন্ট কোম্পানিকে নিয়ে আসতে পেরে আনন্দিত। তার সঙ্গে আলোচনার করে অবিলম্বে একটি চূড়ান্ত চুক্তি করে ফেলবো। তিনি স্পষ্টভাবে আমাদের দেখিয়েছিলেন যে, এফসি বায়ার্নের চাকরিতে তিনি কতটা আগ্রহী ছিলেন।’

বিজনেস আওয়ার/৩০ মে/রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বায়ার্নের নতুন কোচ হলেন কোম্পানি

পোস্ট হয়েছে : ১১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪

স্পোর্টস ডেস্ক: বেলজিয়ামের সাবেক ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানিকে নতুন কোচ হিসেবে নিয়োগ করেছে বায়ার্ন মিউনিখ। টমাস টুখেলের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

ফুটবল বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন জানিয়েছে, কোম্পানির সঙ্গে ১০ মিলিয়ান ইউরোতে চুক্তি করতে যাচ্ছে বায়ার্ন। তবে বিনিময়ের পরিমাণ নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই জানায়নি কোনো পক্ষ। প্রিমিয়ার লিগে বার্নলিকে অবনমন থেকে বাঁচাতে না পারলেও কোম্পানির উপরই ভরসা রাখছে জার্মান বুন্দেসলিগার ক্লাবটি।

২০২৩-২৪ মৌসুমে বায়ার্নকে কোনো শিরোপা জেতাতে পারেননি টুখেল। ২০১১ সালের পর এবারই প্রথম বুন্দেসলিগার শিরোপা জিততে ব্যর্থ হয়েছে বায়ার্ন। এরপর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরে গেছে জার্মান ক্লাবটি।

এসব ব্যর্থতার মধ্যে গেল ফেব্রুয়ারিতেই বায়ার্ন ছাড়ার ঘোষণা দিয়েছেন টুখেল। তার সঙ্গে এরপর আর কোনো আলোচনা করেনি ক্লাব। টুখেলের স্থলাভিষিক্ত কাকে করা হবে, সেটি ফেব্রুয়ারি থেকেই ভাবতে শুরু করে বায়ার্ন।

এক্ষেত্রে বায়ার লেভারকুসেনের কোচ জাবি আলোনসো ও সাবেক কোচ হুলিয়ান নাগলসম্যানকে আনতে চেয়েছিল বায়ার্ন। তবে তারা দুইজনই তাদের বর্তমান দায়িত্বে থাকার ইচ্ছে পোষণ করেন। যে কারণে, তাদের পাওয়ার আশা বাদ দিয়ে কোম্পানিকে বেছে নিলো বায়ার্ন।

বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর ম্যাক্স এবার্ল বলেন, ‘আমরা এফসি বায়ার্নে ভিনসেন্ট কোম্পানিকে নিয়ে আসতে পেরে আনন্দিত। তার সঙ্গে আলোচনার করে অবিলম্বে একটি চূড়ান্ত চুক্তি করে ফেলবো। তিনি স্পষ্টভাবে আমাদের দেখিয়েছিলেন যে, এফসি বায়ার্নের চাকরিতে তিনি কতটা আগ্রহী ছিলেন।’

বিজনেস আওয়ার/৩০ মে/রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: