ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মেয়েদের সাফ এবারও নেপালে

  • পোস্ট হয়েছে : ০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪
  • 120

স্পোর্টস ডেস্ক: এবারের নারী সাফ চ্যাম্পিয়নশিপের আসর বসবে নেপালে। আজ সাফের কম্পিটিশন কমিটির সভায় বিষয়টি চূড়ান্ত হয়েছে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ হবে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে। ২০২২ সালে নেপালের এই মাঠ থেকেই প্রথমবার শিরোপা জিতে ফিরেছিল সাবিনা-কৃষ্ণারা।

এবার বর্তমান চ্যাম্পিয়ন হয়ে খেলবে তারা।

এবারের স্বাগতিক হওয়ার আগ্রহ প্রকাশ করেছিল বাংলাদেশও। সাফও ইতিবাচক ছিল এ ব্যাপারে। তবে ভেন্যু সংকটে বাংলাদেশ আর স্বাগতিক হতে পারেনি।

বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কার এখনো চলছেই। বাফুফে কিংস অ্যারেনাকে বিকল্প ভেন্যু হিসেবে তুলে ধরলেও সাফ বেছে নিয়েছে নেপালকে।

মূলত সব কিছু বিবেচনা করেই নেপালকে বেছে নেওয়া হয়েছেন জানিয়েছেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল,’ভিসা, বিমান টিকিট, স্টেডিয়ামে সাফের কর্তৃত্ব সামগ্রিক সব বিবেচনা করেই নেপালের দশরথকে বেছে নিয়েছি।’

এবারের আসরে অংশ নিচ্ছে সাফের সাতটি দেশই।

আগামী ১৭ অক্টোবর টুর্নামেন্ট শুরু হয়ে ফাইনাল হবে ৩০ অক্টোবর। ৮ জুন ঢাকায় সাফের কংগ্রেসে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হবে।

বিজনেস আওয়ার/০৩ জুন/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মেয়েদের সাফ এবারও নেপালে

পোস্ট হয়েছে : ০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪

স্পোর্টস ডেস্ক: এবারের নারী সাফ চ্যাম্পিয়নশিপের আসর বসবে নেপালে। আজ সাফের কম্পিটিশন কমিটির সভায় বিষয়টি চূড়ান্ত হয়েছে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ হবে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে। ২০২২ সালে নেপালের এই মাঠ থেকেই প্রথমবার শিরোপা জিতে ফিরেছিল সাবিনা-কৃষ্ণারা।

এবার বর্তমান চ্যাম্পিয়ন হয়ে খেলবে তারা।

এবারের স্বাগতিক হওয়ার আগ্রহ প্রকাশ করেছিল বাংলাদেশও। সাফও ইতিবাচক ছিল এ ব্যাপারে। তবে ভেন্যু সংকটে বাংলাদেশ আর স্বাগতিক হতে পারেনি।

বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কার এখনো চলছেই। বাফুফে কিংস অ্যারেনাকে বিকল্প ভেন্যু হিসেবে তুলে ধরলেও সাফ বেছে নিয়েছে নেপালকে।

মূলত সব কিছু বিবেচনা করেই নেপালকে বেছে নেওয়া হয়েছেন জানিয়েছেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল,’ভিসা, বিমান টিকিট, স্টেডিয়ামে সাফের কর্তৃত্ব সামগ্রিক সব বিবেচনা করেই নেপালের দশরথকে বেছে নিয়েছি।’

এবারের আসরে অংশ নিচ্ছে সাফের সাতটি দেশই।

আগামী ১৭ অক্টোবর টুর্নামেন্ট শুরু হয়ে ফাইনাল হবে ৩০ অক্টোবর। ৮ জুন ঢাকায় সাফের কংগ্রেসে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হবে।

বিজনেস আওয়ার/০৩ জুন/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: