স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে হার দিয়ে চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগ শুরু হয়েছে রিয়াল মাদ্রিদের। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ শাখতার দোনেৎস্কের কাছে ৩-২ গোলে হেরেছে জিনেদিন জিদানের শিষ্যরা। প্রথমার্ধেই ৩ গোলে পিছিয়ে পড়ে রিয়াল। বিরতির পর গোল শোধে মরিয়া চেষ্টা করলেও এড়াতে পরেনি গ্যালাকটিকোরা।
ম্যাচের শুরু থেকেই রিয়ালকে চেপে ধরে ইউক্রেনের শীর্ষ ক্লাবটি। ১২তম মিনিটেই গোল হজম করতে পারতো তারা। মার্লোস গোলরক্ষক বরাবর শট নিয়ে হতাশ করেন। তবে ২৯তম মিনিটে দারুণ এক আক্রমণে এগিয়ে যায় সফরকারীরা। জটলা থেকে কোরিয়েনকো বল বাড়ান তেতের দিকে। আর সেখান থেকেই এই মিডফিল্ডার দলকে এগিয়ে নেন।
৩৩তম মিনিটে নিজেদের আরও একটি গোল হজম করে রিয়াল। থিবো কোর্তোয়া আক্রমণে আসা বল ঠেকালেও নিয়ন্ত্রণে রাখতে পারেননি। বল বিপদমুক্ত করতে গিয়ে উল্টো জালে জড়িয়ে দেন ভারানে। বিরতির আগে রিয়াল শিবিরে আরও একটি গোল দেয় শাখতার। তেত’র বাড়ান বল নিয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন ইসরায়েলের মিডফিল্ডার সলোমন।
দ্বিতীয়ার্ধে শুরুতেই অবশ্য রিয়াল ঘুরে দাঁড়ায়। ৫৪তম মিনিটে ব্যবধান কমায় তারা। দূরপাল্লার বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন মদ্রিচ। পাঁচ মিনিট পর ব্যবধান আরও কমান ভিনিসিউস। শেষ বাঁশি পর্যন্ত দুদল আরও কিছু চেষ্টা চালালেও আর কোনো গোল হয়নি। ফলে হারে নিয়েই মাঠ ছাড়তে হয় রিয়াল মাদ্রিদকে।
বিজনেস আওয়ার/২২অক্টোবর, ২০২০/এ