ঢাকা , রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

অক্সফোর্ডের করোনা টিকা নিয়ে স্বেচ্ছাসেবকের মৃত্যু

  • পোস্ট হয়েছে : ১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
  • 5

আন্তর্জাতিক ডেস্ক: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আবিষ্কৃত করোনা ভাইরাসের টিকা নিয়ে প্রাণ হারিয়েছেন ব্রাজিলের এক স্বেচ্ছাসেবক। তবে ওই টিকার ট্রায়াল এখনও বন্ধ করার ঘোষণা দেয়নি অক্সফোর্ড কর্তৃপক্ষ। ব্রাজিল সরকার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।

ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনকার কোভিড-নাইনটিন টিকার ক্লিনিকাল পরীক্ষায় অংশ নেওয়া এক স্বেচ্ছাসেবকের মৃত্যু হয়েছে। ২৮ বছর বয়সী ওই ব্যক্তি রিও ডি জেনেরিওর বাসিন্দা।

সংবাদ মাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, ভ্যাকসিন নেওয়ার পর ওই ব্যক্তির শরীরে কী ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছিল, তা এখনও স্পষ্ট করে বলা হয়নি। ব্রাজিলের ওই স্বেচ্ছাসেবকের মৃত্যু নিয়ে কিছুটা গোপনীয়তা রক্ষা করা হচ্ছে।

উল্লেখ্য, এস্ট্রাজেনেকার কাছ থেকে এই টিকা কেনার পরিকল্পনা রয়েছে ব্রাজিলের। একই সঙ্গে রিও ডি জেনিরোতে ফিওক্রুজে অবস্থিত বায়োমেডিকেল রিসার্স সেন্টারে তৈরি করা হবে এই টিকা।

অন্যদিকে সাও পাওলোতে গবেষণা কেন্দ্র বিউট্যানট্যান ইনস্টিটিউট পরীক্ষা করছে চীনের তৈরি সিনোভ্যাক টিকা।এরই মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কমপক্ষে এক লাখ ৫৫ হাজার মানুষ মারা গেছেন ব্রাজিলে।

বিজনেস আওয়ার/২২অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

অক্সফোর্ডের করোনা টিকা নিয়ে স্বেচ্ছাসেবকের মৃত্যু

পোস্ট হয়েছে : ১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০

আন্তর্জাতিক ডেস্ক: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আবিষ্কৃত করোনা ভাইরাসের টিকা নিয়ে প্রাণ হারিয়েছেন ব্রাজিলের এক স্বেচ্ছাসেবক। তবে ওই টিকার ট্রায়াল এখনও বন্ধ করার ঘোষণা দেয়নি অক্সফোর্ড কর্তৃপক্ষ। ব্রাজিল সরকার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।

ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনকার কোভিড-নাইনটিন টিকার ক্লিনিকাল পরীক্ষায় অংশ নেওয়া এক স্বেচ্ছাসেবকের মৃত্যু হয়েছে। ২৮ বছর বয়সী ওই ব্যক্তি রিও ডি জেনেরিওর বাসিন্দা।

সংবাদ মাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, ভ্যাকসিন নেওয়ার পর ওই ব্যক্তির শরীরে কী ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছিল, তা এখনও স্পষ্ট করে বলা হয়নি। ব্রাজিলের ওই স্বেচ্ছাসেবকের মৃত্যু নিয়ে কিছুটা গোপনীয়তা রক্ষা করা হচ্ছে।

উল্লেখ্য, এস্ট্রাজেনেকার কাছ থেকে এই টিকা কেনার পরিকল্পনা রয়েছে ব্রাজিলের। একই সঙ্গে রিও ডি জেনিরোতে ফিওক্রুজে অবস্থিত বায়োমেডিকেল রিসার্স সেন্টারে তৈরি করা হবে এই টিকা।

অন্যদিকে সাও পাওলোতে গবেষণা কেন্দ্র বিউট্যানট্যান ইনস্টিটিউট পরীক্ষা করছে চীনের তৈরি সিনোভ্যাক টিকা।এরই মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কমপক্ষে এক লাখ ৫৫ হাজার মানুষ মারা গেছেন ব্রাজিলে।

বিজনেস আওয়ার/২২অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: