ঢাকা , শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ১১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাংকে লেনদেনের সময় বাড়লেও পুঁজিবাজারে অপরিবর্তিত থাকছে

  • পোস্ট হয়েছে : ০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪
  • 134

বিজনেস আওয়ার প্রতিবেদক: ব্যাংকে লেনদেনের সময় আধাঘণ্টা বাড়ানো হলেও পুঁজিবাজারের লেনদেন সূচিতে কোনো আপাতত কোনো পরিবর্তন আসছে না। তাই বর্তমান সূচিতেই বাজারে লেনদেন চলবে। অর্থাৎ সকাল ১০টায় লেনদেন শুরু হয়ে তা বেলা ২ টা ১৫ মিনিট পর্যন্ত চলবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৯ জুন বাংলাদেশ ব্যাংক লেনদেনের সময় বাড়িয়ে একটি সার্কুলার জারি করেছে। ওই সার্কুলার অনুসারে, আজ বুধবার (১৯ জুন) থেকে ব্যাংকগুলোর লেনদেন শুরু হবে সকাল ১০টায়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। আর ব্যাংকগুলোর অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

এর আগে ব্যাংকিং লেনদেন চলে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
অন্যদিকে গত ৬ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি অফিসের সময় ১ ঘণ্টা বাড়িয়ে সকাল ৯টা থেকে বিকাল ৫টা নির্ধারণ করে। আজ থেকে এই সময়সূচি কার্যকর।

সরকারের অফিস সময় পরিবর্তনের সিদ্ধান্তের সাথে মিলিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ তাদের অফিস সূচিতেও পরিবর্তন এনেছে। তবে ব্যাংক লেনদেন বাড়লেও স্টক এক্সচেঞ্জে লেনদেনের সময় আগেরটাই বহাল রাখা হয়েছে।

বিজনেস আওয়ার/১৯ জুন/ এ এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ব্যাংকে লেনদেনের সময় বাড়লেও পুঁজিবাজারে অপরিবর্তিত থাকছে

পোস্ট হয়েছে : ০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪

বিজনেস আওয়ার প্রতিবেদক: ব্যাংকে লেনদেনের সময় আধাঘণ্টা বাড়ানো হলেও পুঁজিবাজারের লেনদেন সূচিতে কোনো আপাতত কোনো পরিবর্তন আসছে না। তাই বর্তমান সূচিতেই বাজারে লেনদেন চলবে। অর্থাৎ সকাল ১০টায় লেনদেন শুরু হয়ে তা বেলা ২ টা ১৫ মিনিট পর্যন্ত চলবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৯ জুন বাংলাদেশ ব্যাংক লেনদেনের সময় বাড়িয়ে একটি সার্কুলার জারি করেছে। ওই সার্কুলার অনুসারে, আজ বুধবার (১৯ জুন) থেকে ব্যাংকগুলোর লেনদেন শুরু হবে সকাল ১০টায়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। আর ব্যাংকগুলোর অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

এর আগে ব্যাংকিং লেনদেন চলে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
অন্যদিকে গত ৬ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি অফিসের সময় ১ ঘণ্টা বাড়িয়ে সকাল ৯টা থেকে বিকাল ৫টা নির্ধারণ করে। আজ থেকে এই সময়সূচি কার্যকর।

সরকারের অফিস সময় পরিবর্তনের সিদ্ধান্তের সাথে মিলিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ তাদের অফিস সূচিতেও পরিবর্তন এনেছে। তবে ব্যাংক লেনদেন বাড়লেও স্টক এক্সচেঞ্জে লেনদেনের সময় আগেরটাই বহাল রাখা হয়েছে।

বিজনেস আওয়ার/১৯ জুন/ এ এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: