বিজনেস আওয়ার প্রতিবেদক: নোয়াখালীর ৯ উপজেলায় বিষাক্ত সাপ ‘রাসেলস ভাইপার’ আতঙ্ক বিরাজ করছে। কোম্পানীগঞ্জ উপজেলার দুই স্থানে সাপ পিটিয়ে মারার খবরে এবং অতিরিক্ত জোয়ারের দ্বীপ উপজেলা হাতিয়ায় আতঙ্কের মাত্রা বেশি।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, জরুরি ভিত্তিতে জেলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল ও আট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রাখা হয়েছে। এরমধ্যে হাতিয়ায় ৫০ ভায়াল (১০ ইনজেকশনে এক ভায়াল) মজুত রয়েছে।
রোববার (২৩ জুন) রাতে সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, নোয়াখালী নদীবেষ্টিত জেলা হওয়ায় এখানে সবকটি উপজেলায় বিষাক্ত সাপের উপদ্রব রয়েছে। এরমধ্যে রাসেলস ভাইপার নামে সাপের আতঙ্ক বিরাজ করায় প্রত্যেক উপজেলা হাসপাতালসহ জেনারেল হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রাখা হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আদর্শপাড়া এলাকার ব্যবসায়ী শাজাহান সাজু বলেন, শুক্রবার রাতে আমাদের পাশের এলাকা চরকাঁকড়ার উকিলপাড়া এলাকার মসজিদের পাশে মুসল্লিরা একটি সাপ পিটিয়ে মারে। যা দেখতে অবিকল রাসেলস ভাইপারের মতো। এরপর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এর আগে গত ২৫ এপ্রিল নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিরল প্রজাতির ‘ইয়েলো-বেলাইড সি’ সাপের দেখা মেলে। চরঈশ্বর ইউনিয়নের কাজীর বাজারের কমলার দীঘি সমুদ্র সৈকতে সাপটি দেখেন স্থানীয়রা। পরে তাসনিম মাহমুদ তানিম নামে এক যুবক এর ছবি তোলেন। রাতে সাপটির বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
এছাড়া গত বছর ৬ সেপ্টেম্বর বিষাক্ত সাপের কামড়ের পর অ্যান্টিভেনম না থাকায় চাটখিল উপজেলায় নূপুর কর্মকার (৩২) নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ ওঠে। নিহত নূপুর উপজেলার বদলকোট ইউনিয়নের হরিকৃষ্ণপুর গ্রামের কর্মকার বাড়ির কুন্তল কর্মকারের ছেলে। একই বছরের ১৫ নভেম্বর সাপের কামড়ে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের অনন্তপুর গ্রামের প্রবাসী নুরুল ইসলাম রিয়াদের মেয়ে নুসরাত জাহান নুবা (৩) মারা যায়।
সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, সাপ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, প্রয়োজন সচেতনতা। সাপ কাটলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন। তবে ওঝা বা ঝাড়ফুঁকের অপেক্ষা করে কালক্ষেপণ করা যাবে না। সাপে কাটা স্থানে কোনো মলম বা মালিশ লাগানো উচিত না।
বিজনেস আওয়ার/২৪ জুন/ রহমান