বিনোদন ডেস্ক: শিল্পী সমিতি থেকে বেরিয়ে দারুণ সময় কাটাচ্ছেন অভিনেতা জায়েদ খান। রীতিমত চষে বেড়াচ্ছেন এদেশ-ওদেশ। সম্প্রতি দুবাই প্রবাসীদের আমন্ত্রণে একাধিক শো মাতিয়ে এসেছেন জায়েদ খান।
জানা গেছে, জায়েদ খান সাতটি শোতে অংশ নিতে ১ মাসের জন্য আবারও যুক্তরাষ্ট্র, কানাডার বিভিন্ন স্টেটে ঘুরে বেড়াবেন।
এ বিষয়ে জায়েদ খান বলেন, একটু বিশ্রাম পাচ্ছি না। এখনি ব্যাগ গুছিয়ে যুক্তরাষ্ট্র, কানাডায় যাবো এক মাসের জন্য। আমার অনেক দিনের ক্যারিয়ার। এর নেপথ্যে অনেক শ্রম ও সততা রয়েছে। সবারই সুসময় থাকে। সবার ভালোবাসায় আমি হয়তো সেই সময়টা এখন পেয়েছি। অনলাইনের এই যুগে প্রচারণার কারণে দেশের বাইরে প্রচুর মানুষ আমাকে চিনেছেন। এটা বুঝতে পারি দেশের বাইরে গেলে। এত এত ভালোবাসা যে বলে বোঝাতে পারবো না। এ কারণে বিদেশে শো-তে কল আসে।
দুবাইয়ে ডিগবাজি দিতে গিয়ে কোমরে আঘাত পেয়েছেন এখন কেমন আছেন জানতে চাইলে বলেন, এখন চিকিৎসকের পরামর্শে ভালো আছি।
এদিকে, ঈদে জায়েদ খান অভিনীত ‘সোনার চর’ সিনেমা মুক্তি পেয়েছিল। এই সিনেমাটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ফিরে আসার সময়ের গল্প এটি। সিনেমাটিতে মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন তিনি। কিন্তু সেভাবে সিনেমাটি দর্শক দেখেনি। বর্তমানে বিদেশের মঞ্চে নেচে গেয়েই ব্যস্ত সময় পার করছেন জায়েদ খান।
বিজনেস আওয়ার/২৮ জুন/ রানা