ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

যদি ইউরো জেতার সুযোগ না দেখতাম, তাহলে ফিরতাম না: ক্রুস

  • পোস্ট হয়েছে : ০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
  • 91

স্পোর্টস ডেস্কঃরিয়াল মাদ্রিদের হয়ে ক্লাব ক্যারিয়ারের ইতি টেনেছেন। এরও আগে বিদায় বলে দিয়েছিলেন আন্তর্জাতি ফুটবলকে। তবে এবারের ইউরোর জন্য অবসর ভেঙে ফিরে এসেছেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। তার দল উঠেছে ইউরোর কোয়ার্টার ফাইনালে। এই পর্বে অবশ্য স্পেনের বিপক্ষে কঠিন প্রতিদ্বন্দ্বীতার মুখে পড়তে হবে জার্মানিকে।

ঘরের মাঠে এবারের ইউরোই হতে যাচ্ছে ক্রুসের জন্য শেষ। এরপর সব ধরনের ফুটবলকে বিদায় বলে দেবেন তিনি। রিয়ালের হয়ে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জিতে ক্লাব ক্যারিয়ারের ইতি টেনেছেন। জার্মানির হয়ে ইউরো জেতার ব্যাপারেও আশাবাদী ক্রুস।

তিনি বলেন, ‘আপনি জিততে পারেন, এমন দ্বিতীয় গুরুত্বপূর্ণ ট্রফি এটি। আমার জন্য তাই ইউরোর গুরুত্ব অনেক। আমি যদি জার্মানির এই দল নিয়ে জেতার সুযোগ না দেখতাম, তাহলে অবসর থেকে ফিরতাম না। এটা হবে রোমাঞ্চকর কিন্তু আমি ভাবনায় রেখেছি, এমন (চ্যাম্পিয়ন হওয়া) নাও হতে পারে।’

স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে তিনি বলেন, ‘আমি একদমই স্মৃতিকাতর হচ্ছি না, আপনাদের (সাংবাদিকদের) জন্যও কিছু নেই। এটা আমার শেষ ম্যাচ হবে, এমন কিছুর প্রত্যাশা করছি না। এজন্য মনে হচ্ছে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।’

বড় টুর্নামেন্টগুলোতে খেই হারিয়ে ফেলছিল জার্মানি। টানা দুটি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় তারা। এবার অবশ্য তেমন কিছু হয়নি। এতে গুরুত্বপূর্ণ অবদান ছিল ক্রুসের। এখন তার আশা জার্মানিকে নিয়ে শেষ পর্যন্ত যাওয়ার।

তিনি বলেন, ‘এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে অনেক দ্বিধা ছিল। আগেরবার যা পারফরম্যান্স ছিল, এরপর সেটা স্বাভাবিকই ছিল। আমরা এখন একটা ন্যুনতম লক্ষ্যে পৌঁছেছি। ফল যাই হোক, এখন টুর্নামেন্টে বিপর্যয় নিয়ে কথা হবে না; কিন্তু এখন যা আসবে তা বোনাসও না।’

‘আমরা দল হিসেবে, এই টুর্নামেন্ট জেতার লক্ষ্য আছে। এজন্য এটা বোনাস হবে না। কিন্তু আমরা একটা পর্যায়ে আছি, যেখান থেকে একটা জায়গায় পৌঁছানো যায়। আমাদের সন্তুষ্ট থাকতে হবে। কিন্তু দলের ভেতর আরও এগিয়ে যাওয়ার চাওয়া থাকতে হবে। আমরা আশাবাদী সেটা করতে পারবো।

বিজনেস আওয়ার/০৩ জুলাই/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

যদি ইউরো জেতার সুযোগ না দেখতাম, তাহলে ফিরতাম না: ক্রুস

পোস্ট হয়েছে : ০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪

স্পোর্টস ডেস্কঃরিয়াল মাদ্রিদের হয়ে ক্লাব ক্যারিয়ারের ইতি টেনেছেন। এরও আগে বিদায় বলে দিয়েছিলেন আন্তর্জাতি ফুটবলকে। তবে এবারের ইউরোর জন্য অবসর ভেঙে ফিরে এসেছেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। তার দল উঠেছে ইউরোর কোয়ার্টার ফাইনালে। এই পর্বে অবশ্য স্পেনের বিপক্ষে কঠিন প্রতিদ্বন্দ্বীতার মুখে পড়তে হবে জার্মানিকে।

ঘরের মাঠে এবারের ইউরোই হতে যাচ্ছে ক্রুসের জন্য শেষ। এরপর সব ধরনের ফুটবলকে বিদায় বলে দেবেন তিনি। রিয়ালের হয়ে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জিতে ক্লাব ক্যারিয়ারের ইতি টেনেছেন। জার্মানির হয়ে ইউরো জেতার ব্যাপারেও আশাবাদী ক্রুস।

তিনি বলেন, ‘আপনি জিততে পারেন, এমন দ্বিতীয় গুরুত্বপূর্ণ ট্রফি এটি। আমার জন্য তাই ইউরোর গুরুত্ব অনেক। আমি যদি জার্মানির এই দল নিয়ে জেতার সুযোগ না দেখতাম, তাহলে অবসর থেকে ফিরতাম না। এটা হবে রোমাঞ্চকর কিন্তু আমি ভাবনায় রেখেছি, এমন (চ্যাম্পিয়ন হওয়া) নাও হতে পারে।’

স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে তিনি বলেন, ‘আমি একদমই স্মৃতিকাতর হচ্ছি না, আপনাদের (সাংবাদিকদের) জন্যও কিছু নেই। এটা আমার শেষ ম্যাচ হবে, এমন কিছুর প্রত্যাশা করছি না। এজন্য মনে হচ্ছে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।’

বড় টুর্নামেন্টগুলোতে খেই হারিয়ে ফেলছিল জার্মানি। টানা দুটি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় তারা। এবার অবশ্য তেমন কিছু হয়নি। এতে গুরুত্বপূর্ণ অবদান ছিল ক্রুসের। এখন তার আশা জার্মানিকে নিয়ে শেষ পর্যন্ত যাওয়ার।

তিনি বলেন, ‘এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে অনেক দ্বিধা ছিল। আগেরবার যা পারফরম্যান্স ছিল, এরপর সেটা স্বাভাবিকই ছিল। আমরা এখন একটা ন্যুনতম লক্ষ্যে পৌঁছেছি। ফল যাই হোক, এখন টুর্নামেন্টে বিপর্যয় নিয়ে কথা হবে না; কিন্তু এখন যা আসবে তা বোনাসও না।’

‘আমরা দল হিসেবে, এই টুর্নামেন্ট জেতার লক্ষ্য আছে। এজন্য এটা বোনাস হবে না। কিন্তু আমরা একটা পর্যায়ে আছি, যেখান থেকে একটা জায়গায় পৌঁছানো যায়। আমাদের সন্তুষ্ট থাকতে হবে। কিন্তু দলের ভেতর আরও এগিয়ে যাওয়ার চাওয়া থাকতে হবে। আমরা আশাবাদী সেটা করতে পারবো।

বিজনেস আওয়ার/০৩ জুলাই/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: