ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মার্টিনেজের পরামর্শেই প্যানেনকা নিয়ে ক্ষুব্ধ হয়েছিলেন মেসি

  • পোস্ট হয়েছে : ১১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
  • 84

স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে পেনাল্টি মিস করেন লিওনেল মেসি। ২০১৬ সালের কোপার ফাইনালেও টাইব্রেকারে পেনাল্টি মিস করেছিলেন মেসি। যুক্তরাষ্ট্রে হওয়া দুটি পেনাল্টিই মিস করলেন তিনি।

টাইব্রেকারে নামার আগে মেসি পেনাল্টি নেওয়ার ব্যাপারে পরামর্শ নিচ্ছিলেন এমিলিয়ানো মার্টিনেজ ও রুল্লির সঙ্গে। তাদের সঙ্গে পরামর্শ করেই প্যানেনকা শট নেন এবং মিস করেন। মিস করে প্রচণ্ড রেগে ছিলেন মেসি।

ম্যাচ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেসি বলেন, ‘আমি খুব রাগান্বিত ছিলাম। আমি এমন পেনাল্টি নেওয়ার সিদ্ধান্তে উপনীত ছিলাম। আমি এমি মার্টিনেজ ও জেরোনিমো রুল্লির সঙ্গে কথা বলেছিলাম। আমি এর আগে এমন পেনাল্টি নিয়েছিলাম। আমি এটা অনুশীলন করিনি কিন্তু আমি তাদের সঙ্গে কথা বলেছিলাম। আমি এর আগে কয়েকটা ক্রস শটে গোল করেছিলাম; বিশেষ করে গোলকিপাররা ক্রস শটে ডাইভ দেয়। আমি এটা চেষ্টা করেছিলাম কিন্তু সামান্য ওপরে চলে যায়।’

মার্টিনেজের পরামর্শে পেনাল্টি নিয়ে মিস করে রাগান্বিত হলেও মেসি জানতেন এমি গোলবারে নিচে থাকা মানেই বাড়তি সুবিধা।

মেসি এমিলিয়ানো মার্টিনেজ সম্পর্কে বলেন, ‘আমি জানতাম, দিবু এমন মুহূর্তের জন্যেই মুখিয়ে রয়েছে। সে কিংবদন্তির পর্যায়ে চলে যাচ্ছে। পাশাপাশি গোলবারের নিচেও সে অতুলনীয়। সে খুব ধূর্ত গতির। আমাদের বিশ্বাস তার ওপর ছিল। এমনকি ম্যাচের আগে মার্টিনেজের সঙ্গে মজা করে বলছিলাম, যদি পেনাল্টিতে যাই তাহলে আমরা নির্ভার থাকতে পারবো। আমরা ভাগ্যবান যে টাইব্রেকারের মত অবস্থায় যেয়েও আমরা নির্ভার থাকতে পারি।’

বিজনেস আওয়ার/০৫জুলাই/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মার্টিনেজের পরামর্শেই প্যানেনকা নিয়ে ক্ষুব্ধ হয়েছিলেন মেসি

পোস্ট হয়েছে : ১১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪

স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে পেনাল্টি মিস করেন লিওনেল মেসি। ২০১৬ সালের কোপার ফাইনালেও টাইব্রেকারে পেনাল্টি মিস করেছিলেন মেসি। যুক্তরাষ্ট্রে হওয়া দুটি পেনাল্টিই মিস করলেন তিনি।

টাইব্রেকারে নামার আগে মেসি পেনাল্টি নেওয়ার ব্যাপারে পরামর্শ নিচ্ছিলেন এমিলিয়ানো মার্টিনেজ ও রুল্লির সঙ্গে। তাদের সঙ্গে পরামর্শ করেই প্যানেনকা শট নেন এবং মিস করেন। মিস করে প্রচণ্ড রেগে ছিলেন মেসি।

ম্যাচ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেসি বলেন, ‘আমি খুব রাগান্বিত ছিলাম। আমি এমন পেনাল্টি নেওয়ার সিদ্ধান্তে উপনীত ছিলাম। আমি এমি মার্টিনেজ ও জেরোনিমো রুল্লির সঙ্গে কথা বলেছিলাম। আমি এর আগে এমন পেনাল্টি নিয়েছিলাম। আমি এটা অনুশীলন করিনি কিন্তু আমি তাদের সঙ্গে কথা বলেছিলাম। আমি এর আগে কয়েকটা ক্রস শটে গোল করেছিলাম; বিশেষ করে গোলকিপাররা ক্রস শটে ডাইভ দেয়। আমি এটা চেষ্টা করেছিলাম কিন্তু সামান্য ওপরে চলে যায়।’

মার্টিনেজের পরামর্শে পেনাল্টি নিয়ে মিস করে রাগান্বিত হলেও মেসি জানতেন এমি গোলবারে নিচে থাকা মানেই বাড়তি সুবিধা।

মেসি এমিলিয়ানো মার্টিনেজ সম্পর্কে বলেন, ‘আমি জানতাম, দিবু এমন মুহূর্তের জন্যেই মুখিয়ে রয়েছে। সে কিংবদন্তির পর্যায়ে চলে যাচ্ছে। পাশাপাশি গোলবারের নিচেও সে অতুলনীয়। সে খুব ধূর্ত গতির। আমাদের বিশ্বাস তার ওপর ছিল। এমনকি ম্যাচের আগে মার্টিনেজের সঙ্গে মজা করে বলছিলাম, যদি পেনাল্টিতে যাই তাহলে আমরা নির্ভার থাকতে পারবো। আমরা ভাগ্যবান যে টাইব্রেকারের মত অবস্থায় যেয়েও আমরা নির্ভার থাকতে পারি।’

বিজনেস আওয়ার/০৫জুলাই/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: