স্পোর্টস ডেস্ক: ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ফাঁস করেছে ব্রিটিশ দৈনিক ‘দ্য টেলিগ্রাফ’। পাকিস্তানে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের যে সূচি দিয়েছে পত্রিকাটি, সেটি অবশ্য প্রস্তাবিত।
ফাঁস হওয়া সূচি অনুযায়ী, আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত চলবে চ্যাম্পিয়ন্স ট্রফির পরবর্তী আসর। পাকিস্তানের করাচি, রাওয়ালপিন্ডি এবং লাহোরে হবে ম্যাচগুলো।
গত বছর ওয়ানডে বিশ্বকাপের সেরা আটে থাকা দলগুলো খেলবে এই টুর্নামেন্টে। দুটি গ্রুপে থাকবে চারটি করে দল। প্রতি গ্রুপ থেকে সেরা দুই দল উঠবে সেমিফাইনালে। সেমিফাইনাল ম্যাচ হবে করাচি এবং রাওয়ালপিন্ডিতে ৫ এবং ৬ মার্চ। ফাইনাল ৯ মার্চ লাহোরে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ গ্রুপে থাকছে বাংলাদেশ। সেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান, ভারত এবং নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপের চার দল ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান।
সূচি অনুযায়ী, বাংলাদেশের ম্যাচ তিনটি। ২০ ফেব্রুয়ারি লাহোরে বাংলাদেশের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ভারত। এরপরের দুই ম্যাচে ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে পাকিস্তান এবং ২৭ ফেব্রুয়ারি লাহোরে নিউজিল্যান্ডের মোকাবেলা করবে টাইগাররা।
দীর্ঘ আট বছর পর মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সবশেষ ২০১৭ সালে হয়েছিল এই আসর, যেখানে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান।
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপিং
‘এ’ গ্রুপ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড।
‘বি’ গ্রুপ: ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আফগানিস্তান।
বাংলাদেশের ম্যাচের সূচি
২০ ফেব্রুয়ারি: বাংলাদেশ-ভারত (লাহোর)
২৪ ফেব্রুয়ারি: বাংলাদেশ-পাকিস্তান (রাওয়ালপিন্ডি)
২৭ ফেব্রুয়ারি: বাংলাদেশ-নিউজিল্যান্ড (লাহোর)।
বিজনেস আওয়ার/০৮জুলাই/রানা