ঢাকা , রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীলঙ্কার অন্তবর্তীকালীন হেড কোচ জয়সুরিয়া

  • পোস্ট হয়েছে : ০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
  • 60

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ব্যর্থতার পর পদত্যাগ করেন শ্রীলঙ্কার হেড কোচ ক্রিস সিলভারউড। তার স্থলাভিষিক্ত হিসেবে কাউকে নিয়োগ দেওয়া না হলেও এবার অন্তবর্তীকালীন হেড কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক সনাথ জয়সুরিয়াকে।

জয়সুরিয়া ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ এবং সেপ্টেম্বরে ইংল্যান্ডের মাটিতে আসন্ন টেস্ট সিরিজে লঙ্কানদের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে কোচ হিসেবে কোনো হাইপ্রোফাইল পদে কাজ করেননি জয়সুরিয়া। তবে শ্রীলঙ্কা ক্রিকেট দলের প্রধান নির্বাচক এবং ক্রিকেট পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখনও তিনি লঙ্কান ক্রিকেটের পরামর্শক।

সিলভারউড দায়িত্ব ছাড়ার পর শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা জানিয়েছিলেন, বোর্ড নতুন কোচের খোঁজে বিজ্ঞপ্তি দেবে। নতুন কোচ হিসেবে স্বদেশি কাউকে অগ্রাধিকার দেওয়া হবে তেমনটাই জানিয়েছিলেন তিনি।

জয়সুরিয়ার নিয়োগ সম্পর্কে ডি সিলভা বলেন, ‘সনাথের আন্তর্জাতিক ক্রিকেটে যে অভিজ্ঞতা, একটি জাতীয় দলকে গাইড করার মতো যথেষ্ট। যতদিন আমরা স্থায়ী কাউকে না পাব, তিনি দায়িত্ব পালন করবেন।’

শ্রীলঙ্কার কিংবদন্তি অলরাউন্ডার জয়সুরিয়া যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের সময়ও এই দলটির সঙ্গে ছিলেন, ছিলেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেও। তিনি ছিলেন পরামর্শকের ভূমিকায়। আইসিসির দুর্নীতি বিরোধী তদন্তে অসযোগিতার কারণে দুই বছর নিষিদ্ধ থাকার পর আনুষ্ঠানিকভাবে এটিই ছিল তার প্রথম দায়িত্ব।

বিজনেস আওয়ার/০৮জুলাই/রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

শ্রীলঙ্কার অন্তবর্তীকালীন হেড কোচ জয়সুরিয়া

পোস্ট হয়েছে : ০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ব্যর্থতার পর পদত্যাগ করেন শ্রীলঙ্কার হেড কোচ ক্রিস সিলভারউড। তার স্থলাভিষিক্ত হিসেবে কাউকে নিয়োগ দেওয়া না হলেও এবার অন্তবর্তীকালীন হেড কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক সনাথ জয়সুরিয়াকে।

জয়সুরিয়া ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ এবং সেপ্টেম্বরে ইংল্যান্ডের মাটিতে আসন্ন টেস্ট সিরিজে লঙ্কানদের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে কোচ হিসেবে কোনো হাইপ্রোফাইল পদে কাজ করেননি জয়সুরিয়া। তবে শ্রীলঙ্কা ক্রিকেট দলের প্রধান নির্বাচক এবং ক্রিকেট পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখনও তিনি লঙ্কান ক্রিকেটের পরামর্শক।

সিলভারউড দায়িত্ব ছাড়ার পর শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা জানিয়েছিলেন, বোর্ড নতুন কোচের খোঁজে বিজ্ঞপ্তি দেবে। নতুন কোচ হিসেবে স্বদেশি কাউকে অগ্রাধিকার দেওয়া হবে তেমনটাই জানিয়েছিলেন তিনি।

জয়সুরিয়ার নিয়োগ সম্পর্কে ডি সিলভা বলেন, ‘সনাথের আন্তর্জাতিক ক্রিকেটে যে অভিজ্ঞতা, একটি জাতীয় দলকে গাইড করার মতো যথেষ্ট। যতদিন আমরা স্থায়ী কাউকে না পাব, তিনি দায়িত্ব পালন করবেন।’

শ্রীলঙ্কার কিংবদন্তি অলরাউন্ডার জয়সুরিয়া যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের সময়ও এই দলটির সঙ্গে ছিলেন, ছিলেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেও। তিনি ছিলেন পরামর্শকের ভূমিকায়। আইসিসির দুর্নীতি বিরোধী তদন্তে অসযোগিতার কারণে দুই বছর নিষিদ্ধ থাকার পর আনুষ্ঠানিকভাবে এটিই ছিল তার প্রথম দায়িত্ব।

বিজনেস আওয়ার/০৮জুলাই/রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: