বিনোদন ডেস্ক: অন্তর্জালে প্রকাশের মাত্র তিন দিনের মাথায় ভিউ দাঁড়িয়েছে প্রায় পঞ্চাশ লাখ! যেটা এই সময়ের জন্য উল্লেখযোগ্য বটে। নাটকটির নাম ‘লাভ সাব’। রোমান্টিক কমেডি ঘরানার গল্প নিয়ে নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা প্রবীর রায় চৌধুরী। তবে পরিচালকের দাবি নিখাদ প্রেমের গল্প এটি।
এ কারণেই এমন দ্রুত সফলতা এসেছে।
গেল ৪ জুলাই সন্ধ্যায় সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী অভিনীত এই ঈদের নাটক। এতে আরও অভিনয় করেছেন কিংকর আহসান, জীবন রায়, ইরা, বাবু, পলিন, মাসুম রেজওয়ান, মুন্না, মুহিত, স্নেহা প্রমুখ।
৫০ লাখ ভিউয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে নাটকটি ইউটিউব নাটক ট্রেন্ডিংয়ে ৬ নম্বরে অবস্থান করছে ৮ জুলাই।
নাটকটি থেকে এমন সাড়া প্রাপ্তি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘কাজটা ভালো হয়েছে। শুরু থেকে মনে হচ্ছিল দর্শক পছন্দ করবে। তবে যা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি সাড়া পাচ্ছি। এত পরিশ্রমের পর দর্শক যখন কাজটা এভাবে গ্রহণ করে, তখন ভালো লাগার পরিমাণটা অনেক বেড়ে যায়।
মনে হয় পরিশ্রম সার্থক। সামনে আরও ভালো কাজ করার উৎসাহ পাচ্ছি এখন।’
৭৫ মিনিট দৈর্ঘ্যের ‘লাভ সাব’ মূলত বন্ধুত্ব, প্রেম ও জার্নির গল্প বলে জানান পরিচালক। যাতে তৌসিফ-তটিনীর অভিনয়-রসায়ন চোখে লাগার মতো বলে মনে করছেন দর্শক-সমালোচকরা। তবে সমালোচনাও আছে।
নাটকটি নিয়ে অনেকের মন্তব্য অহেতুক বড় করা হয়েছে নাটকেরর গল্প। পাশাপাশি শেষ কয়েক মিনিটের ঘটনা ছাড়া সেখানে তেমন কিছু্ নেই।’
বিজনেস আওয়ার/০৮জুলাই/ রানা