স্পোর্টস ডেস্ক: গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর থেকে আর ৫০ ওভারের ক্রিকেট খেলেননি। এই বছরের শুরুতে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে খেলে টেস্ট থেকে অবসর নেন। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাট থেকেও বিদায় হয়ে যায় ডেভিড ওয়ার্নারের।
এরই সঙ্গে ওয়ার্নারের ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটে। তবে তিনি জানিয়ে রেখেছিলেন, দল চাইলে আরও একবার অস্ট্রেলিয়ার জার্সি পরবেন। সোমবার (৮ জুলাই) তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিজের অবসরের ঘোষণা করলেও, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দরজা খোলা রেখে দিয়েছেন।
ওয়ার্নার তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, ‘অধ্যায়ের সমাপ্তি! এত দীর্ঘ সময়ের জন্য সর্বোচ্চ স্তরে খেলার জন্য এটি একটি অবিশ্বাস্য অভিজ্ঞতা। অস্ট্রেলিয়া আমার দল ছিল। আমার ক্যারিয়ারের বেশিরভাগটাই আন্তর্জাতিক স্তরে ছিল। এটি করতে পারা একটি সম্মানের বিষয়। সব ফরম্যাটে ১০০+ ম্যাচ খেলাটা গুরুত্বপূর্ণ। এবং এটা যাদের জন্য সম্ভব হয়েছে, তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। আমার স্ত্রী এবং মেয়েরা যে ত্যাগ স্বীকার করেছে, ওদের তার জন্য ধন্যবাদ জানাতে চাই।’
তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার বিষয়টি নিশ্চিত করলেও, তিনি আগামী বছরের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণের জন্য দরজা খোলা রেখেছেন। ওয়ার্নার নিশ্চিত করেছেন যে, তাকে যদি নির্বাচিত করা হয়, তবে এই টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার হয়ে তিনি খেলতে পারবেন।
আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আপাতত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন ওয়ার্নার। তিনি লিখেছেন, ‘আমি কিছু সময়ের জন্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে থাকব, এবং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অস্ট্রেলিয়া দলে সুযোগ পেলে, আমি তার জন্য দরজা খোলা রাখব।’
বিজনেস আওয়ার/০৯জুলাই/ রানা