বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত নাভানা সিএনজি লিমিটেড ৩০ জুন ২০২০ অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের বছর শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিলে।
সামাপ্ত অর্থবছরের কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৯০ টাকা। এর আগের বছর ইপিএস ছিলো ১.২৯ টাকা।
৩০ জুন ২০২০ পর্যন্ত সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫.৬৩ টাকা। এর আগের বছর এনএভি ছিলো ৩৫.৩৭ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর দিন নির্ধারণ করা হয়েছে। ডিজিটাল প্লাটফর্মে দুপুর ১২ টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।
বিজনেস আওয়ার/২৪ অক্টোবর ২০২০/এম
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: