স্পোর্টস ডেস্ক: ১৯৯৩ সাল থেকে ২০২১। এরপর ২০২৪। তিন বছরের মধ্যে দুইবার কোপা আমেরিকা জিতলো আর্জেন্টিনা। লিওনেল মেসির অরাধ্য ট্রফি ধরা দিলো অবশেষে।
লাওতারো মার্টিনেজের ১১২ মিনিটের গোলে কলম্বিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে রেকর্ড ১৬ বারের কোপা আমেরিকা জিতলো আর্জেন্টিনা।
১৯১৬ সাল থেকে শুরু হওয়া টুর্নামেন্টটিতে এতদিন সমান ১৫টি করে শিরোপা ছিলো আর্জেন্টিনা এবং উরুগুয়ের। এবার উরুগুয়েকে পেছনে ফেলে সবার ওপরে উঠলো আর্জেন্টাইনরা।
আর্জেন্টিনা তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের থেকে সাতবার বেশি কোপা জিতলো। ব্রাজিল সবমিলিয়ে মোট নয়বার কোপা আমেরিকা জয়লাভ করেছে।
আজকের ফাইনালের মধ্য দিয়ে শেষ হওয়া কোপার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের কাছে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল।
বিজনেস আওয়ার/ ১৫ জুলাই /রানা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: