ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সাড়া দিচ্ছেন না সৌমিত্র চট্টোপাধ্যায়

  • পোস্ট হয়েছে : ০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
  • 41

বিনোদন ডেস্ক: কলকাতার অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তিনি সাড়া দেওয়া বন্ধ করে দিয়েছেন। এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

১৯ দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। মাঝে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। কিন্তু ফের তার অবস্থা খারাপের দিকে যাচ্ছে।

সৌমিত্রের চিকিৎসায় গঠিত মেডিক্যাল দলের প্রধান অরিন্দম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শনিবার (২৪ অক্টোবর) সৌমিত্রের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি চিকিৎসায় সাড়া দেওয়া বন্ধ করে দিয়েছেন।

তিনি বলেন, শারীরিক অবস্থা কোনদিকে যাচ্ছে, সে বিষয়ে নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা বেশকিছু টেস্টের রিপোর্ট হাতে পেয়েছি। তা দেখে মনে হচ্ছে তার কোভিড এনসেফেলোপ্যাথি বাড়তির দিকে। চেষ্টা সত্ত্বেও তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন না।

তিনি আরও বলেন, সৌমিত্রের ফুসফুস, রক্তচাপ, হার্ট ও কিডনি ঠিকঠাকভাবে কাজ করছে। কিন্তু তার প্লাটিলেটের সংখ্যা কমে গেছে। একইসঙ্গে রক্তে ইউরিয়া ও সোডিয়ামের মাত্রা বেড়েছে।

করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ৬ অক্টোবর থেকে কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সৌমিত্র। এরই মধ্যে তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে একেবারে সুস্থ হয়ে উঠেনি তিনি।

বিজনেস আওয়ার/২৫ অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সাড়া দিচ্ছেন না সৌমিত্র চট্টোপাধ্যায়

পোস্ট হয়েছে : ০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০

বিনোদন ডেস্ক: কলকাতার অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তিনি সাড়া দেওয়া বন্ধ করে দিয়েছেন। এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

১৯ দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। মাঝে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। কিন্তু ফের তার অবস্থা খারাপের দিকে যাচ্ছে।

সৌমিত্রের চিকিৎসায় গঠিত মেডিক্যাল দলের প্রধান অরিন্দম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শনিবার (২৪ অক্টোবর) সৌমিত্রের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি চিকিৎসায় সাড়া দেওয়া বন্ধ করে দিয়েছেন।

তিনি বলেন, শারীরিক অবস্থা কোনদিকে যাচ্ছে, সে বিষয়ে নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা বেশকিছু টেস্টের রিপোর্ট হাতে পেয়েছি। তা দেখে মনে হচ্ছে তার কোভিড এনসেফেলোপ্যাথি বাড়তির দিকে। চেষ্টা সত্ত্বেও তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন না।

তিনি আরও বলেন, সৌমিত্রের ফুসফুস, রক্তচাপ, হার্ট ও কিডনি ঠিকঠাকভাবে কাজ করছে। কিন্তু তার প্লাটিলেটের সংখ্যা কমে গেছে। একইসঙ্গে রক্তে ইউরিয়া ও সোডিয়ামের মাত্রা বেড়েছে।

করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ৬ অক্টোবর থেকে কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সৌমিত্র। এরই মধ্যে তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে একেবারে সুস্থ হয়ে উঠেনি তিনি।

বিজনেস আওয়ার/২৫ অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: