ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ঝড়ো ব্যাটিংয়ে সিরিজ জিতল ভারত

  • পোস্ট হয়েছে : ০১:১৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪
  • 88

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে রবি বিষ্ণইয়ের দুর্দান্ত বোলিংয়ের পর ইয়াশভি জায়সাওয়াল, সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়ার ঝড়ো ব্যাটিংয়ে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল বিশ্ব চ্যাম্পিয়ন ভারত।

ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান তোলে শ্রীলঙ্কা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ভারতের লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে ৭৮। সফরকারীরা সেটি সহজেই টপকে যায়। ৯ বল আর সাত উইকেট হাতে থাকে তাদের। শিশিরভেজা মাঠে এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিলেন ভারতের ব্যাটাররা। শুভমান গিলের জায়গায় সুযোগ পাওয়া আরেক ওপেনার সাঞ্জু স্যামসন নিজের মুখোমুখি হওয়া প্রথম বলে আউট হলেও তা ভারতের রান তাড়ায় কোনো প্রভাব ফেলতে পারেনি।

জায়সাওয়ালের সঙ্গে অধিনায়ক সূর্যকুমারের ১৯ বলে ৩৯ রানের জুটিতে শ্রীলঙ্কা ম্যাচ থেকে ছিটকে যায়। জায়সাওয়াল ও সূর্যকুমার ৮ বলের ব্যবধানে আউট হলেও ঋষভ পান্তকে নিয়ে বাকি কাজ শেষ করেন হার্দিক। জায়সাওয়াল ১৫ বলে ৩০, সূর্যকুমার ১২ বলে ২৬ এবং হার্দিক ৯ বলে অপরাজিত ২২ রান করেন। এর আগে ব্যাটিংয়ে নেমে রান তোলার এক পর্যায়ে দুই উইকেটে ৮০ রান করেছিল শ্রীলঙ্কা। যদিও রবি বিষ্ণইর বলের সামনে ব্যাটিং ধ্বস আটকাতে পারেনি তারা।

দলটির হউয়ে ৩৪ বলে ৫৩ রান করেন কুশল পেরেরা। ২৪ বলে ৩২ রান আসে ওপেনার পাথুম নিশাঙ্কার ব্যাটে। এ ছাড়া কামিন্দু মেন্ডিস ২৩ বলে ২৬ এবং চারিথ আসালঙ্কা ১২ বলে ১৪ রান করেন।

ভারতের হয়ে ২৬ রান খরচায় তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হন বিষ্ণই। দুটি করে উইকেট নেন আর্শদিপ সিং, অক্ষর প্যাটেল এবং হার্দিক। একই মাঠে কাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৪৩ রানে হারিয়েছিল ভারত। হেড কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদবের অধীনে শুরুতেই সিরিজ নিজেদের করে নিল ভারতীয়রা।

বিজনেস আওয়ার/২৯ জুলাই/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ঝড়ো ব্যাটিংয়ে সিরিজ জিতল ভারত

পোস্ট হয়েছে : ০১:১৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে রবি বিষ্ণইয়ের দুর্দান্ত বোলিংয়ের পর ইয়াশভি জায়সাওয়াল, সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়ার ঝড়ো ব্যাটিংয়ে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল বিশ্ব চ্যাম্পিয়ন ভারত।

ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান তোলে শ্রীলঙ্কা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ভারতের লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে ৭৮। সফরকারীরা সেটি সহজেই টপকে যায়। ৯ বল আর সাত উইকেট হাতে থাকে তাদের। শিশিরভেজা মাঠে এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিলেন ভারতের ব্যাটাররা। শুভমান গিলের জায়গায় সুযোগ পাওয়া আরেক ওপেনার সাঞ্জু স্যামসন নিজের মুখোমুখি হওয়া প্রথম বলে আউট হলেও তা ভারতের রান তাড়ায় কোনো প্রভাব ফেলতে পারেনি।

জায়সাওয়ালের সঙ্গে অধিনায়ক সূর্যকুমারের ১৯ বলে ৩৯ রানের জুটিতে শ্রীলঙ্কা ম্যাচ থেকে ছিটকে যায়। জায়সাওয়াল ও সূর্যকুমার ৮ বলের ব্যবধানে আউট হলেও ঋষভ পান্তকে নিয়ে বাকি কাজ শেষ করেন হার্দিক। জায়সাওয়াল ১৫ বলে ৩০, সূর্যকুমার ১২ বলে ২৬ এবং হার্দিক ৯ বলে অপরাজিত ২২ রান করেন। এর আগে ব্যাটিংয়ে নেমে রান তোলার এক পর্যায়ে দুই উইকেটে ৮০ রান করেছিল শ্রীলঙ্কা। যদিও রবি বিষ্ণইর বলের সামনে ব্যাটিং ধ্বস আটকাতে পারেনি তারা।

দলটির হউয়ে ৩৪ বলে ৫৩ রান করেন কুশল পেরেরা। ২৪ বলে ৩২ রান আসে ওপেনার পাথুম নিশাঙ্কার ব্যাটে। এ ছাড়া কামিন্দু মেন্ডিস ২৩ বলে ২৬ এবং চারিথ আসালঙ্কা ১২ বলে ১৪ রান করেন।

ভারতের হয়ে ২৬ রান খরচায় তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হন বিষ্ণই। দুটি করে উইকেট নেন আর্শদিপ সিং, অক্ষর প্যাটেল এবং হার্দিক। একই মাঠে কাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৪৩ রানে হারিয়েছিল ভারত। হেড কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদবের অধীনে শুরুতেই সিরিজ নিজেদের করে নিল ভারতীয়রা।

বিজনেস আওয়ার/২৯ জুলাই/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: