স্পোর্টস ডেস্ক: জুভেন্টাসকে তাদেরই ঘরের মাঠে রুখে দিয়েছে তুলনামূলক দুর্বল দল ভেরোনা। রোববারের ম্যাচে আবার ১-১ গোলে ড্র করেছে তারা। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় দলের সঙ্গে নেই সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
ঘরের মাঠে খেলতে নামলেও প্রথমার্ধে কোনো গোল করতে পারেনি জুভেন্টাস। তবে প্রতিপক্ষ ভেরোনার রক্ষণে ভয় ঢোকানোর কাজটা ভালোভাবেই করেছেন পাওলো দিবালা, আলভারো মোরাতারা। শুধু পাননি গোলের দেখা।
উল্টো দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬০ মিনিটের সময় অতিথিদের এগিয়ে দেন ভেরোনায় লোনে খেলতে আসা আন্দ্রে ফাভিল্লি। এর আগে প্রথমার্ধেও একবার জালের ঠিকানা খুঁজে নিয়েছিল ভেরোনা। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সেই গোল।
পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে জুভেন্টাস। ম্যাচের ৭৭ মিনিটে দলকে সমতা ফেরান ডেজান কুলসেভস্কি। মোরাতার পাস থেকে গোলটি করেন বদলি হিসেবে নামা এ তরুণ মিডফিল্ডার।
বাকি সময়ে আর গোল না হওয়ায় ১-১ ব্যবধানেই শেষ হয় ম্যাচ। টানা দ্বিতীয় ম্যাচ ড্র করে পাঁচ ম্যাচ শেষে মাত্র ৯ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
বিজনেস আওয়ার/২৬ অক্টোবর, ২০২০/এ