ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে থাকা ভারতীয়দের দূতাবাসের সঙ্গে যোগাযোগের নির্দেশ

  • পোস্ট হয়েছে : ০৩:১৮ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪
  • 85

বিজনেস আওয়ার ডেস্ক: বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে ব্যাপক সহিংসতা ও হত্যাকাণ্ডের জেরে ভারতীয়দের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে দেশটির হাইকমিশন।

রোববার (৪ আগস্ট) সিলেটে অবস্থিত ভারতের উপহাইকমিশন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্সের এক পোস্টে বলেছে, এই অফিসের আওতাধীন এলাকায় বসবাসরত শিক্ষার্থীসহ সব ভারতীয় নাগরিক যেন সতর্কতা অবলম্বন করেন এবং উপহাইকমিশনের সঙ্গে যোগাযোগ রাখেন।

যেকোনো প্রয়োজনে উপহাইকমিশনের হটলাইন নাম্বারে ফোন করার পরামর্শ দিয়েছে কর্তপক্ষ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের পদত্যাগ দাবিতে আজ রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় অনেক প্রাণহানির খবর পাওয়া গেছে। এ পরিপ্রেক্ষিতে আজ সন্ধ্যা থেকে সার্বক্ষণিক কারফিউ জারি করা হয়েছে।

এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা-সংঘাত ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই রাতে সারাদেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। এরপর ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত ছিল সাধারণ ছুটি। ২৪ ও ২৫ জুলাই সীমিতভাবে চলছে সরকারি অফিস।

বিজনেস আওয়ার/০৫ আগস্ট / হাসান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বাংলাদেশে থাকা ভারতীয়দের দূতাবাসের সঙ্গে যোগাযোগের নির্দেশ

পোস্ট হয়েছে : ০৩:১৮ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪

বিজনেস আওয়ার ডেস্ক: বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে ব্যাপক সহিংসতা ও হত্যাকাণ্ডের জেরে ভারতীয়দের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে দেশটির হাইকমিশন।

রোববার (৪ আগস্ট) সিলেটে অবস্থিত ভারতের উপহাইকমিশন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্সের এক পোস্টে বলেছে, এই অফিসের আওতাধীন এলাকায় বসবাসরত শিক্ষার্থীসহ সব ভারতীয় নাগরিক যেন সতর্কতা অবলম্বন করেন এবং উপহাইকমিশনের সঙ্গে যোগাযোগ রাখেন।

যেকোনো প্রয়োজনে উপহাইকমিশনের হটলাইন নাম্বারে ফোন করার পরামর্শ দিয়েছে কর্তপক্ষ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের পদত্যাগ দাবিতে আজ রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় অনেক প্রাণহানির খবর পাওয়া গেছে। এ পরিপ্রেক্ষিতে আজ সন্ধ্যা থেকে সার্বক্ষণিক কারফিউ জারি করা হয়েছে।

এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা-সংঘাত ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই রাতে সারাদেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। এরপর ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত ছিল সাধারণ ছুটি। ২৪ ও ২৫ জুলাই সীমিতভাবে চলছে সরকারি অফিস।

বিজনেস আওয়ার/০৫ আগস্ট / হাসান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: