ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের রাজনৈতিক অবস্থা নিয়ে যা বললেন সোনাম কাপুর

  • পোস্ট হয়েছে : ০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪
  • 86

বিনোদন ডেস্ক:দেশের চলমান পরিস্থিতি নিয়ে শুধু বাংলাদেশের শোবিজ তারকারাই কথা বলছেন না। বিষয়টি সরব ছিলেন ভারতের টালিউডের তারকারাও। বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতি সাধন নিয়ে বিভিন্ন ধরনের মতামত জানাচ্ছেন। সবাই শিক্ষার্থীদের এ আন্দোলনে সমর্থন দিয়েছেন। এবার তাদের সঙ্গে যুক্ত হয়েছেন বলিউড তারকা সোনাম কাপুরও।

বলিউড তারকা সোনাম কাপুর এ নিয়ে বাংলাদেশের মানুষের জন্য সোশ্যাল মিডিয়ায় প্রার্থনা করেছেন। একটি গণমাধ্যমের প্রতিবেদন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন এ অভিনেত্রী।

সোনমের শেয়ার করা এ প্রতিবেদন অনুযায়ী, একদিনে ৬৬ জন নিহত হয়েছেন। যদিও পরে সেই সংখ্যা ১০০ ছাড়িয়েছে। সোনম পোস্টটি শেয়ার করে লিখেছেন, ‘এটি আসলেই ভয়ানক। চলুন সবাই মিলে বাংলাদেশের মানুষের জন্য প্রার্থনা করি।’ সোনামই প্রথম বলিউড তারকা, যিনি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন।

ছাত্রদের কোটা আন্দোলন থেকে এক পর্যায়ে সরকার পতনের ডাক দেওয়া হয়। এ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। সোমবার (৫ আগস্ট) পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতের আগরতলার উদ্দেশে রওনা দেন তিনি। সঙ্গে তার বোন শেখ রেহানাসহ পরিবারের অন্য সদস্যরাও রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। ভারতীয় সম্প্রচারমাধ্যম সিএনএন-নিউজ১৮ জানিয়েছে, এরই মধ্যে ভারতে পৌঁছেছেন শেখ হাসিনা।

গোয়েন্দা সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, অন্য দেশে যাওয়ার জন্য বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে ‘সেফ প্যাসেজ’ দেবে ভারত সরকার। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসও শেখ হাসিনার ভারত পৌঁছানোর খবর নিশ্চিত করেছে।

সকাল থেকে বাংলাদেশ বিষয়ে লাইভ আপডেট দিচ্ছে ভারতের টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস এবং দ্য হিন্দুও। এসব সংবাদমাধ্যমের হোমপেজে প্রধান খবর হিসেবে উঠে এসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শেখ হাসিনার পদত্যাগ।

শেখ হাসিনার ঘনিষ্ঠ একজন ব্যক্তি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, তিনি এবং তার বোন গণভবন ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। যাওয়ার আগে তিনি একটি বক্তব্য রেকর্ড করতে চেয়েছিলেন। তবে সেই সুযোগ পাননি তিনি। রয়টার্স জানিয়েছে, সামরিক একটি হেলিকপ্টারে করে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা ভারতের উদ্দেশে রওয়ানা দিয়েছেন।

বিজনেস আওয়ার/০৫ আগস্ট /রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বাংলাদেশের রাজনৈতিক অবস্থা নিয়ে যা বললেন সোনাম কাপুর

পোস্ট হয়েছে : ০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪

বিনোদন ডেস্ক:দেশের চলমান পরিস্থিতি নিয়ে শুধু বাংলাদেশের শোবিজ তারকারাই কথা বলছেন না। বিষয়টি সরব ছিলেন ভারতের টালিউডের তারকারাও। বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতি সাধন নিয়ে বিভিন্ন ধরনের মতামত জানাচ্ছেন। সবাই শিক্ষার্থীদের এ আন্দোলনে সমর্থন দিয়েছেন। এবার তাদের সঙ্গে যুক্ত হয়েছেন বলিউড তারকা সোনাম কাপুরও।

বলিউড তারকা সোনাম কাপুর এ নিয়ে বাংলাদেশের মানুষের জন্য সোশ্যাল মিডিয়ায় প্রার্থনা করেছেন। একটি গণমাধ্যমের প্রতিবেদন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন এ অভিনেত্রী।

সোনমের শেয়ার করা এ প্রতিবেদন অনুযায়ী, একদিনে ৬৬ জন নিহত হয়েছেন। যদিও পরে সেই সংখ্যা ১০০ ছাড়িয়েছে। সোনম পোস্টটি শেয়ার করে লিখেছেন, ‘এটি আসলেই ভয়ানক। চলুন সবাই মিলে বাংলাদেশের মানুষের জন্য প্রার্থনা করি।’ সোনামই প্রথম বলিউড তারকা, যিনি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন।

ছাত্রদের কোটা আন্দোলন থেকে এক পর্যায়ে সরকার পতনের ডাক দেওয়া হয়। এ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। সোমবার (৫ আগস্ট) পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতের আগরতলার উদ্দেশে রওনা দেন তিনি। সঙ্গে তার বোন শেখ রেহানাসহ পরিবারের অন্য সদস্যরাও রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। ভারতীয় সম্প্রচারমাধ্যম সিএনএন-নিউজ১৮ জানিয়েছে, এরই মধ্যে ভারতে পৌঁছেছেন শেখ হাসিনা।

গোয়েন্দা সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, অন্য দেশে যাওয়ার জন্য বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে ‘সেফ প্যাসেজ’ দেবে ভারত সরকার। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসও শেখ হাসিনার ভারত পৌঁছানোর খবর নিশ্চিত করেছে।

সকাল থেকে বাংলাদেশ বিষয়ে লাইভ আপডেট দিচ্ছে ভারতের টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস এবং দ্য হিন্দুও। এসব সংবাদমাধ্যমের হোমপেজে প্রধান খবর হিসেবে উঠে এসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শেখ হাসিনার পদত্যাগ।

শেখ হাসিনার ঘনিষ্ঠ একজন ব্যক্তি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, তিনি এবং তার বোন গণভবন ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। যাওয়ার আগে তিনি একটি বক্তব্য রেকর্ড করতে চেয়েছিলেন। তবে সেই সুযোগ পাননি তিনি। রয়টার্স জানিয়েছে, সামরিক একটি হেলিকপ্টারে করে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা ভারতের উদ্দেশে রওয়ানা দিয়েছেন।

বিজনেস আওয়ার/০৫ আগস্ট /রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: