ঢাকা , শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নাসিরের পর দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ হলেন কোচ-প্রতিষ্ঠাতাও

  • পোস্ট হয়েছে : ০৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪
  • 142

স্পোর্টস ডেস্ক: ২০২১ সালে আরব আমিরাতের টি-১০ লিগে ঘুস হিসেবে উপঢৌকন গ্রহণের প্রস্তাব পেয়েছিলেন বাংলাদেশি ক্রিকেটার নাসির হোসেন। কিন্তু আইসিসির দুর্নীতি দমন কর্মকর্তাদের কাছে সেটি প্রকাশ করেননি তিনি। যে কারণে তাকে ২ বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল আইসিসি।

সেই ঘটনায় এবার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে পুনে ডেভিলসের ব্যাটিং কোচ আশার জাইদি ও দলের দুই সহ-প্রতিষ্ঠাতা পরাগ সংঘভি ও ক্রিষাণ কুমারকেও। গতকাল বুধবার আমিরাত ক্রিকেট বোর্ডের পক্ষে তাদের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করে আইসিসি।

কোচকে জাইদিকে দেওয়া হয়েছে ৫ বছরের নিষেধাজ্ঞা। এর মধ্যে কোনো ধরনের ক্রিকেটীয় কার্যক্রমে অংশ নিতে পারবেন না পাকিস্তানি সাবেক এই ক্রিকেটার। বাকি দুইজনকে শাস্তি কমিয়ে ২ বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি।

অভিযোগ উত্থাপনের পর গেল ২০২৩ সালের সেপ্টেম্বর থেকেই প্রাথমিকভাবে নিষিদ্ধ ছিলেন তিনজন। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করেছে আইসিসি। যে কারণে ২০২৪ সালের সেপ্টেম্বরে ক্রিকেটীয় কাজে ফিরতে পারবেন পরাগ সানগাভি ও কৃষাণ কুমার। আর জাইদি স্বাভাবিক ক্রিকেটে ফিরবেন ২০২৭ সালের ১৯ সেপ্টেম্বরে।

অভিযুক্ত তিনজনই দূর্নীতি প্রতিরোধ বিষয়ক ২টি ধারা স্বীকার করেছেন। সেগুলো নিচে দেওয়া হলো।

আশার জাইদি

ধারা ২.১.৪: প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনুচ্ছেদ ২.১ (দূর্নীতি) লঙ্ঘন করার জন্য কোনও অংশগ্রহণকারীকে প্ররোচিত করা, প্ররোচিত করা, প্রলুব্ধ করা, নির্দেশ দেওয়া, প্ররোচিত করা, উত্সাহিত করা বা ইচ্ছাকৃতভাবে সহায়তা করা।

ধারা ২.৪.৪: দুর্নীতি দমন কর্মকর্তাদের কাছে দূর্নীতিতে জড়িত হওয়ার জন্য প্রাপ্ত কোনো আমন্ত্রণের সম্পূর্ণ বিবরণ প্রকাশ করতে ব্যর্থ হওয়া।

পরাগ সংঘভি

ধারা ২.২.১: আন্তর্জাতিক এবং ঘরোয়া ম্যাচের ফলাফল, অগ্রগতি, আচরণ বা অন্যান্য দিকের উপর বাজি ধরা।

ধারা ২.৪.৬: বিধিনিষেধ সংক্রান্ত কোডের অধীনে সম্ভাব্য দুর্নীতি সম্পর্কিত তদন্তে সহযোগিতা করতে ব্যর্থ হওয়া।

কৃষাণ কুমার চৌধুরী

ধারা ২.৪.৫: কোনো ঘটনা, ঘটনা বা বিষয়ের সম্পূর্ণ বিবরণ (অপ্রয়োজনীয় বিলম্ব ছাড়া) প্রকাশ করতে ব্যর্থ হওয়া যা অন্য অংশগ্রহণকারীর দ্বারা কোডের অধীনে দুর্নীতিবাজ আচরণের প্রমাণ দিতে পারে।

ধারা ২.৪.৬: বিধিনিষেধ সংক্রান্ত কোডের অধীনে সম্ভাব্য দুর্নীতি সম্পর্কিত তদন্তে সহযোগিতা করতে ব্যর্থ হওয়া।

বিজনেস আওয়ার/০৮ আগস্ট / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নাসিরের পর দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ হলেন কোচ-প্রতিষ্ঠাতাও

পোস্ট হয়েছে : ০৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪

স্পোর্টস ডেস্ক: ২০২১ সালে আরব আমিরাতের টি-১০ লিগে ঘুস হিসেবে উপঢৌকন গ্রহণের প্রস্তাব পেয়েছিলেন বাংলাদেশি ক্রিকেটার নাসির হোসেন। কিন্তু আইসিসির দুর্নীতি দমন কর্মকর্তাদের কাছে সেটি প্রকাশ করেননি তিনি। যে কারণে তাকে ২ বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল আইসিসি।

সেই ঘটনায় এবার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে পুনে ডেভিলসের ব্যাটিং কোচ আশার জাইদি ও দলের দুই সহ-প্রতিষ্ঠাতা পরাগ সংঘভি ও ক্রিষাণ কুমারকেও। গতকাল বুধবার আমিরাত ক্রিকেট বোর্ডের পক্ষে তাদের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করে আইসিসি।

কোচকে জাইদিকে দেওয়া হয়েছে ৫ বছরের নিষেধাজ্ঞা। এর মধ্যে কোনো ধরনের ক্রিকেটীয় কার্যক্রমে অংশ নিতে পারবেন না পাকিস্তানি সাবেক এই ক্রিকেটার। বাকি দুইজনকে শাস্তি কমিয়ে ২ বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি।

অভিযোগ উত্থাপনের পর গেল ২০২৩ সালের সেপ্টেম্বর থেকেই প্রাথমিকভাবে নিষিদ্ধ ছিলেন তিনজন। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করেছে আইসিসি। যে কারণে ২০২৪ সালের সেপ্টেম্বরে ক্রিকেটীয় কাজে ফিরতে পারবেন পরাগ সানগাভি ও কৃষাণ কুমার। আর জাইদি স্বাভাবিক ক্রিকেটে ফিরবেন ২০২৭ সালের ১৯ সেপ্টেম্বরে।

অভিযুক্ত তিনজনই দূর্নীতি প্রতিরোধ বিষয়ক ২টি ধারা স্বীকার করেছেন। সেগুলো নিচে দেওয়া হলো।

আশার জাইদি

ধারা ২.১.৪: প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনুচ্ছেদ ২.১ (দূর্নীতি) লঙ্ঘন করার জন্য কোনও অংশগ্রহণকারীকে প্ররোচিত করা, প্ররোচিত করা, প্রলুব্ধ করা, নির্দেশ দেওয়া, প্ররোচিত করা, উত্সাহিত করা বা ইচ্ছাকৃতভাবে সহায়তা করা।

ধারা ২.৪.৪: দুর্নীতি দমন কর্মকর্তাদের কাছে দূর্নীতিতে জড়িত হওয়ার জন্য প্রাপ্ত কোনো আমন্ত্রণের সম্পূর্ণ বিবরণ প্রকাশ করতে ব্যর্থ হওয়া।

পরাগ সংঘভি

ধারা ২.২.১: আন্তর্জাতিক এবং ঘরোয়া ম্যাচের ফলাফল, অগ্রগতি, আচরণ বা অন্যান্য দিকের উপর বাজি ধরা।

ধারা ২.৪.৬: বিধিনিষেধ সংক্রান্ত কোডের অধীনে সম্ভাব্য দুর্নীতি সম্পর্কিত তদন্তে সহযোগিতা করতে ব্যর্থ হওয়া।

কৃষাণ কুমার চৌধুরী

ধারা ২.৪.৫: কোনো ঘটনা, ঘটনা বা বিষয়ের সম্পূর্ণ বিবরণ (অপ্রয়োজনীয় বিলম্ব ছাড়া) প্রকাশ করতে ব্যর্থ হওয়া যা অন্য অংশগ্রহণকারীর দ্বারা কোডের অধীনে দুর্নীতিবাজ আচরণের প্রমাণ দিতে পারে।

ধারা ২.৪.৬: বিধিনিষেধ সংক্রান্ত কোডের অধীনে সম্ভাব্য দুর্নীতি সম্পর্কিত তদন্তে সহযোগিতা করতে ব্যর্থ হওয়া।

বিজনেস আওয়ার/০৮ আগস্ট / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: