স্পোর্টস ডেস্ক: টপ এন্ড টি২০ সিরিজে টানা দুই ম্যাচে হারের পর জয়ে ফিরেছিল বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। কিন্তু জয়ের ধারা বহাল রাখতে পারলো না লাল-সবুজের প্রতিনিধিরা। আজ শুক্রবার পাকিস্তান ‘এ’ দলের কাছে ৩ উইকেটে হেরে গেছে আকবর আলীর দল।
ডারউইনের টিআইও স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৪১ রান করে বাংলাদেশ এইচপি একাদশ। জবাবে ব্যাট করতে নেমে ৭ বল আগেই ৩ উইকেট অক্ষত রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান ‘এ’ দল।
শুক্রবার ব্যাট করতে গোল্ডেন ডাক মারেন (১ বলে ০) আগের ম্যাচে ফিফটি হাঁকানো ওপেনার জিশান আলম। এরপর ম্যাচ ধরেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম ও তিনে নামা পারভেজ হোসেন ইমন। বাংলাদেশ দলের ডাগআউটে কিছুটা স্বস্তি এনে দিয়েছিলেন তারা। এই জুটিতে আসে ৪৭ রান।
তানজিদ তামিম ১৯ বলে ১৮ রান করে আউট হলে হুমমুড় করে ভেঙে পড়ে বাংলাদেশের রক্ষণ। ১০ রান নিতেই আরও ৩ উইকেট হারায় বাংলাদেশ। ২০ বলে ২৭ রান করে ফেরত যান ইমন। আফিফ হোসেন ৪ আর আকবর আলী করেন মাত্র ১ রান। এতে ৫৮ রানে ছিল না ৫ উইকেট।
এরপর আবার ঘুরে দাঁড়ান শামীম হোসেন ও মাহফুজুর রহমান রাব্বি। ৮৩ রানের অপরাজিত জুটি করেন তারা। এতে লড়াই করার মতো একটি পুঁজিও পেয়ে গিয়েছিল বাংলাদেশ। শামীমের ৩৮ বলে ৪৪ আর মাহফুজুর রহমানের ৩২ বলে ৪১ রানের উপর ভর করে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৪১ রান।
জবাব দিতে নেমে দুর্দান্ত শুরু করে পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ৪৭ রান তোলে তারা। অধিনায়ক মোহাম্মদ হারিসকে (১৮ বলে ৩২) রানআউট করে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন তানজিদ তামিম ও উইকেটরক্ষক আকবর আলী।
দ্রুতই আরও দুটি উইকেটের পতন ঘ্টায় বাংলাদেশের বোলাররা। চতুর্থ উইকেটে আবার ৪৬ রানের জুটি করে পাকিস্তান। ২৯ বলে ৩৭ রান করে উমায়ের ইউসুফ রানআউট হলে জুটি ভাঙে। তার সঙ্গে থাকা উসমান খানকে ১৯ রানে ফেরান মাহফুজুর রহমান রাব্বি। এরপর ইরফান খান ও জাহানদাদ খানের ২০ রানের জুটিতে জয় পায় পাকিস্তান।
বিজনেস আওয়ার/ ১৬আগস্ট / রানা