ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বক্স অফিসে তোলপাড় রাজকুমার-শ্রদ্ধার

  • পোস্ট হয়েছে : ০৫:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
  • 101

বিনোদন ডেস্ক: মুক্তির আগে থেকেই ছিল তুমুল আলোচনায়, অগ্রিম বুকিংয়েও গড়েছে রেকর্ড। ১৫ আগস্ট মুক্তির প্রথম দিনে বেশ ধামাকাদার সূচনা করে নিজেদের রাজত্বের কথা জানান দিয়েছে রাজকুমার রাও-শ্রদ্ধা কাপুরের চলচ্চিত্র ‘স্ত্রী ২’। প্রথমদিন ৬০ কোটির বিশাল ওপেনিংয়ের পর দ্বিতীয় দিনে সিনেমাটি আয় করে নিয়েছে ৩১ কোটি রুপি।

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, মুক্তির দ্বিতীয় দিন ভারতে ৩১ কোটি রুপি আয় করেছে ‘স্ত্রী ২’।

যার ফলে দুই দিনে ভারতে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৯১ কোটি। দুই দিনে বিশ্বব্যাপী আয় করেছে ১২৫ কোটি রুপি।এর আগে মুক্তির প্রথমদিন ৬০ কোটি রুপি আয় করে শাহরুখ খানের পাঠানকে টপকে যায় ‘স্ত্রী ২’। হরর-কমেডি জনরার সিনেমাটি অগ্রিম বুকিংয়েই রেকর্ড গড়ে আভাস দিয়েছিল বক্স অফিস দখলে নেয়ার।

গত বছর মুক্তি পাওয়া ‘পাঠান’-এর প্রথম দিনের আয় ৫৫ কোটি রুপি। ৬৫ কোটি ৫০ লাখ রুপি আয় করে শীর্ষস্থানটি দখলে রেখেছে শাহরুখ অভিনীত আরেক চলচ্চিত্র ‘জওয়ান’। ৬০ কোটি রুপি আয় করে প্রথমদিনের আয়ে শাহরুখের জওয়ানের পরেই অবস্থান করছে ‘স্ত্রী ২’। এদিকে দর্শক ও সমালোচকদের কাছ থেকেও ভূয়সী প্রশংসা পাচ্ছে ‘স্ত্রী ২’।

প্রথম কিস্তির পর দ্বিতীয় কিস্তিতেও গল্পে হরর ও কমেডি উপাদান ভরপুর দেখা গেছে। সেই সঙ্গে এর ভিএফএক্স-এর প্রশংসাও করছেন দর্শকরা। ২০১৮ সালে মুক্তি পায় রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরের ‘স্ত্রী।’ প্রথম দিনে সেই সিনেমাটি ৬.৮২ কোটি টাকা আয় করে এবং প্রথম সপ্তাহে পৌঁছায় ৬০.৩৯ কোটিতে। ভারতে ১২৯ কোটি আয় করে সুপারহিট হয় সিনেমাটি।

এর পর থেকেই এটির সিক্যুয়েলের অপেক্ষায় দর্শকরা। অমর কৌশিক পরিচালিত সিনেমাটির সিক্যুয়েলে এবারও রয়েছেন রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, পঙ্কজ ত্রিপাঠি, অপরাক্ষিত খুরানা, অভিষেক ব্যানার্জিসহ একাধিক তারকা। একটি বিশেষ ক্যামিওতে রয়েছেন বরুণ ধাওয়ান।

বিজনেস আওয়ার/ ১৭ আগস্ট / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বক্স অফিসে তোলপাড় রাজকুমার-শ্রদ্ধার

পোস্ট হয়েছে : ০৫:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪

বিনোদন ডেস্ক: মুক্তির আগে থেকেই ছিল তুমুল আলোচনায়, অগ্রিম বুকিংয়েও গড়েছে রেকর্ড। ১৫ আগস্ট মুক্তির প্রথম দিনে বেশ ধামাকাদার সূচনা করে নিজেদের রাজত্বের কথা জানান দিয়েছে রাজকুমার রাও-শ্রদ্ধা কাপুরের চলচ্চিত্র ‘স্ত্রী ২’। প্রথমদিন ৬০ কোটির বিশাল ওপেনিংয়ের পর দ্বিতীয় দিনে সিনেমাটি আয় করে নিয়েছে ৩১ কোটি রুপি।

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, মুক্তির দ্বিতীয় দিন ভারতে ৩১ কোটি রুপি আয় করেছে ‘স্ত্রী ২’।

যার ফলে দুই দিনে ভারতে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৯১ কোটি। দুই দিনে বিশ্বব্যাপী আয় করেছে ১২৫ কোটি রুপি।এর আগে মুক্তির প্রথমদিন ৬০ কোটি রুপি আয় করে শাহরুখ খানের পাঠানকে টপকে যায় ‘স্ত্রী ২’। হরর-কমেডি জনরার সিনেমাটি অগ্রিম বুকিংয়েই রেকর্ড গড়ে আভাস দিয়েছিল বক্স অফিস দখলে নেয়ার।

গত বছর মুক্তি পাওয়া ‘পাঠান’-এর প্রথম দিনের আয় ৫৫ কোটি রুপি। ৬৫ কোটি ৫০ লাখ রুপি আয় করে শীর্ষস্থানটি দখলে রেখেছে শাহরুখ অভিনীত আরেক চলচ্চিত্র ‘জওয়ান’। ৬০ কোটি রুপি আয় করে প্রথমদিনের আয়ে শাহরুখের জওয়ানের পরেই অবস্থান করছে ‘স্ত্রী ২’। এদিকে দর্শক ও সমালোচকদের কাছ থেকেও ভূয়সী প্রশংসা পাচ্ছে ‘স্ত্রী ২’।

প্রথম কিস্তির পর দ্বিতীয় কিস্তিতেও গল্পে হরর ও কমেডি উপাদান ভরপুর দেখা গেছে। সেই সঙ্গে এর ভিএফএক্স-এর প্রশংসাও করছেন দর্শকরা। ২০১৮ সালে মুক্তি পায় রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরের ‘স্ত্রী।’ প্রথম দিনে সেই সিনেমাটি ৬.৮২ কোটি টাকা আয় করে এবং প্রথম সপ্তাহে পৌঁছায় ৬০.৩৯ কোটিতে। ভারতে ১২৯ কোটি আয় করে সুপারহিট হয় সিনেমাটি।

এর পর থেকেই এটির সিক্যুয়েলের অপেক্ষায় দর্শকরা। অমর কৌশিক পরিচালিত সিনেমাটির সিক্যুয়েলে এবারও রয়েছেন রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, পঙ্কজ ত্রিপাঠি, অপরাক্ষিত খুরানা, অভিষেক ব্যানার্জিসহ একাধিক তারকা। একটি বিশেষ ক্যামিওতে রয়েছেন বরুণ ধাওয়ান।

বিজনেস আওয়ার/ ১৭ আগস্ট / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: