বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোনের ৩ মাসে (জানুয়ারি-মার্চ’২০) ১ হাজার ৬৯ কোটি টাকা মুনাফা হয়েছে। যা আগের বছর একই সময় থেক ২২০ কোটি টাকা বা ২৬ শতাংশ বেশি। কোম্পানিটির ৩ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের ৩ মাসে (জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭.৯২৪ টাকা। আর শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ার সংখ্যা ১৩৫ কোটি ৩ লাখ ২২টি। সে হিসাবে ৩ মাসে কোম্পানিটির মোট মুনাফা হয়েছে ১ হাজার ৬৯ কোটি ৪৩ লাখ ৭৬ হাজার ১৭৪ টাকা।
আর আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ৬.২৯ টাকা। সে হিসাবে মোট মুনাফা হয়েছিল ৮৪৯ কোটি ৩৩ লাখ ৮৭ হাজার ১৩৮ টাকা। আগের বছর একই সময় থেকে চলতি অর্থবছরের ৩ মাসে কোম্পানিটির ইপিএস ১.৬৩ টাকা বেশি হয়েছে। অর্থাৎ কোম্পানিটির মুনাফা ২২০ কোটি ৯ লাখ ৮৯ হাজার ৩৬ টাকা বা ২৫.৯১ শতাংশ বেড়েছে।
২০২০ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬.৩১ টাকায়।
বিজনেস আওয়ার/৩১ মে, ২০২০/এস