ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজনীতি ছাড়ছেন ড. কামাল!

  • পোস্ট হয়েছে : ০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
  • 76

বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজনীতি থেকে অবসরে যাওয়ার চিন্তাভাবনা করছেন দেশের প্রখ্যাত আইনজীবী, সংবিধান প্রণেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। ইতিমধ্যে এই সিদ্ধান্তের কথা পরিবার ও বন্ধু-বান্ধব ও দলের বিদ্রোহ গ্রুপের নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর সঙ্গেও আলোচনা করেছেন। গণফোরামের একাধিক সূত্র এসব তথ্য জানিয়েছে।

সূত্র বলেছে, দলের বিদ্রোহ গ্রুপের নেতারা ড. কামাল হোসেনকে বলেছেন দল থেকে ড. রেজা কিবরিয়া, শফিক উল্লাহ, সংসদ সদস্য মোকাব্বির খান, অ্যাডভোকেট মহসিন রশিদ ও মোস্তাক আহমেদকে বহিস্কার করে গণফোরামে শৃঙ্খলা ফিরিয়ে আনতে। তা হলে দলের সব নেতাকর্মী এক হয়ে আগের মত করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

যে ৪ নেতাকে সরানোর কথা বলা হচ্ছে তার মধ্যে আ অ ম শফিক উল্লাহ ১৯৭৫ সালে ১৫ আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উল্লাস করেছিল। অ্যাডভোকেট মহসিন রশিদ যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর আইন পরামর্শক ছিলেন। আর ড. রেজা কিবরিয়া ও এমপি মোকাব্বির খান পাকিস্তান লবি রক্ষা করে চলেন বলেও জানিয়েছে সূত্রগুলো।

জানা গেছে, এসব বিষয়ে ড. কামাল হোসেন এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। এ সর্ম্পকে তিনি নানা সময়ে নানা ধরনের মন্তব্য করলেও বর্তমানে চুপ রয়েছেন। চলতি সপ্তাহের মধ্যে ড. কামাল হোসেন এসব বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে না পারলে আগামী সপ্তাহে তাকে বহিস্কার করার জন্য শোকজ করবে গণফোরামের মন্টু গ্রুপ।

গণফোরাম থেকে বহিস্কার হবেন এমন আভাস পেয়েও ড. কামাল হোসেন চুপ রয়েছেন। তিনি দেশের রাজনীতি নিয়ে দলের ভেতরে এবং বাইরে কোনো কথায় বলছেন না। এমনকি তার গ্রুপের শীর্ষ নেতারাও চুপচাপ। তারা ড. কামাল হোসেনের রাজনীতি থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্ত বিষয়ে হতাশ।

এসব গণফোরামের (ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন) সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বলেন, এই অবসরে যাওয়ার তথ্যটি আমি নিশ্চিত করতে পারবো না। তথ্যটি তিনিই বলতে পারবেন। তবে ড. কামাল হোসেন রাজনীতি থেকে অবসরে যাবেন এ কথা আগেও বলেছেন। সম্প্রতিও হয়তো বা বলেছেন।

দলের বিদ্রোহ গ্রুপের নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী জানান, ড. কামাল হোসেন রাজনীতি থেকে অবসরে যেতে চাচ্ছেন বলে আমাকে জানিয়েছেন। তবে আমরা চাচ্ছি তিনি তার সম্মান নিয়ে রাজনীতিতে থাকুক। তাকে ঘিরে যে অশুভ শক্তিটি রয়েছে তাদেরকে দল থেকে সরানো হোক। আর যদি তিনি তা না করেন তা হলে আগামী সপ্তাহে আমরা তাকে গণফোরাম থেকে বহিস্কার করার জন্য শোকজ করবো।

বিজনেস আওয়ার/২৭ অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

রাজনীতি ছাড়ছেন ড. কামাল!

পোস্ট হয়েছে : ০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজনীতি থেকে অবসরে যাওয়ার চিন্তাভাবনা করছেন দেশের প্রখ্যাত আইনজীবী, সংবিধান প্রণেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। ইতিমধ্যে এই সিদ্ধান্তের কথা পরিবার ও বন্ধু-বান্ধব ও দলের বিদ্রোহ গ্রুপের নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর সঙ্গেও আলোচনা করেছেন। গণফোরামের একাধিক সূত্র এসব তথ্য জানিয়েছে।

সূত্র বলেছে, দলের বিদ্রোহ গ্রুপের নেতারা ড. কামাল হোসেনকে বলেছেন দল থেকে ড. রেজা কিবরিয়া, শফিক উল্লাহ, সংসদ সদস্য মোকাব্বির খান, অ্যাডভোকেট মহসিন রশিদ ও মোস্তাক আহমেদকে বহিস্কার করে গণফোরামে শৃঙ্খলা ফিরিয়ে আনতে। তা হলে দলের সব নেতাকর্মী এক হয়ে আগের মত করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

যে ৪ নেতাকে সরানোর কথা বলা হচ্ছে তার মধ্যে আ অ ম শফিক উল্লাহ ১৯৭৫ সালে ১৫ আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উল্লাস করেছিল। অ্যাডভোকেট মহসিন রশিদ যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর আইন পরামর্শক ছিলেন। আর ড. রেজা কিবরিয়া ও এমপি মোকাব্বির খান পাকিস্তান লবি রক্ষা করে চলেন বলেও জানিয়েছে সূত্রগুলো।

জানা গেছে, এসব বিষয়ে ড. কামাল হোসেন এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। এ সর্ম্পকে তিনি নানা সময়ে নানা ধরনের মন্তব্য করলেও বর্তমানে চুপ রয়েছেন। চলতি সপ্তাহের মধ্যে ড. কামাল হোসেন এসব বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে না পারলে আগামী সপ্তাহে তাকে বহিস্কার করার জন্য শোকজ করবে গণফোরামের মন্টু গ্রুপ।

গণফোরাম থেকে বহিস্কার হবেন এমন আভাস পেয়েও ড. কামাল হোসেন চুপ রয়েছেন। তিনি দেশের রাজনীতি নিয়ে দলের ভেতরে এবং বাইরে কোনো কথায় বলছেন না। এমনকি তার গ্রুপের শীর্ষ নেতারাও চুপচাপ। তারা ড. কামাল হোসেনের রাজনীতি থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্ত বিষয়ে হতাশ।

এসব গণফোরামের (ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন) সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বলেন, এই অবসরে যাওয়ার তথ্যটি আমি নিশ্চিত করতে পারবো না। তথ্যটি তিনিই বলতে পারবেন। তবে ড. কামাল হোসেন রাজনীতি থেকে অবসরে যাবেন এ কথা আগেও বলেছেন। সম্প্রতিও হয়তো বা বলেছেন।

দলের বিদ্রোহ গ্রুপের নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী জানান, ড. কামাল হোসেন রাজনীতি থেকে অবসরে যেতে চাচ্ছেন বলে আমাকে জানিয়েছেন। তবে আমরা চাচ্ছি তিনি তার সম্মান নিয়ে রাজনীতিতে থাকুক। তাকে ঘিরে যে অশুভ শক্তিটি রয়েছে তাদেরকে দল থেকে সরানো হোক। আর যদি তিনি তা না করেন তা হলে আগামী সপ্তাহে আমরা তাকে গণফোরাম থেকে বহিস্কার করার জন্য শোকজ করবো।

বিজনেস আওয়ার/২৭ অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: