ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জয় দিয়ে বুন্দেসলিগা মৌসুম শুরু বায়ার্নের

  • পোস্ট হয়েছে : ১০:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
  • 48

স্পোর্টস ডেস্ক: জয় দিয়ে জার্মান বুন্দেসলিগা মৌসুম শুরু করেছে বায়ার্ন মিউনিখ। জার্মানির শীর্ষ ক্লাব প্রতিযোগিতাটিতে প্রথম জয় পেলেন কোচ ভিনসেন্ট কোম্পানিও। বুন্দেসলিগায় চলতি মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে উলফবার্গকে ৩-২ গোলে হারিয়েছে বায়ার্ন।

গতকাল রোববার নিজেদের ঘরের মাঠে দুর্দান্ত শুরু করেছিল উলফবার্গ। অন্যদিকে বায়ার্নের শুরুটা ছিল অনেকটা বিদঘুটে ধরনের। তবে গোলের সুযোগ তৈরি করেছে বায়ার্নই। ১৯ মিনিটে জামাল মুসিয়ালার গোলে লিড নেয়। ফরাসি তারকা সাকা বুয়ের অ্যাসিস্ট থেকে গোল করেন মুসিয়ালা।

৪৭ মিনিটে বায়ার্নের গোল শোধ করে উলফবার্গ। বক্সের ভেতর তিয়াগো থমাসকে ফাউল করেন বায়ার্নের রাইটব্যাক বুয়ে। পেনাল্টি পেয়ে মোটেও ভুল করেননি উলফবার্গের লুভরো মাজের।

৫৫ মিনিটে অতিথি দলকে চমকে দিয়ে এগিয়ে যায় উলফবার্গ। প্যাট্রিক উইমারের অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোল করেন মাজের। এতে ২-১ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

দুর্ভাগ্যবশত আত্মঘাতী গোলে লিড হারিয়ে ফেলে উলফবার্গ। ফরোয়ার্ড জ্যাকব ক্যামিনস্কির ভুলে গোল পেয়ে যায় বায়ার্ন। এতে ২-২ সমতায় ফেরে বুন্দেসলিগার সবচেয়ে সফল ক্লাবটি। ৮২ মিনিটে হ্যারি কেইনের অ্যাসিস্ট থেকে বায়ার্নের জয়সূচক গোলটি করেন সার্জ ন্যাবরি।

বিজনেস আওয়ার/ ২৬ আগস্ট / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

জয় দিয়ে বুন্দেসলিগা মৌসুম শুরু বায়ার্নের

পোস্ট হয়েছে : ১০:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪

স্পোর্টস ডেস্ক: জয় দিয়ে জার্মান বুন্দেসলিগা মৌসুম শুরু করেছে বায়ার্ন মিউনিখ। জার্মানির শীর্ষ ক্লাব প্রতিযোগিতাটিতে প্রথম জয় পেলেন কোচ ভিনসেন্ট কোম্পানিও। বুন্দেসলিগায় চলতি মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে উলফবার্গকে ৩-২ গোলে হারিয়েছে বায়ার্ন।

গতকাল রোববার নিজেদের ঘরের মাঠে দুর্দান্ত শুরু করেছিল উলফবার্গ। অন্যদিকে বায়ার্নের শুরুটা ছিল অনেকটা বিদঘুটে ধরনের। তবে গোলের সুযোগ তৈরি করেছে বায়ার্নই। ১৯ মিনিটে জামাল মুসিয়ালার গোলে লিড নেয়। ফরাসি তারকা সাকা বুয়ের অ্যাসিস্ট থেকে গোল করেন মুসিয়ালা।

৪৭ মিনিটে বায়ার্নের গোল শোধ করে উলফবার্গ। বক্সের ভেতর তিয়াগো থমাসকে ফাউল করেন বায়ার্নের রাইটব্যাক বুয়ে। পেনাল্টি পেয়ে মোটেও ভুল করেননি উলফবার্গের লুভরো মাজের।

৫৫ মিনিটে অতিথি দলকে চমকে দিয়ে এগিয়ে যায় উলফবার্গ। প্যাট্রিক উইমারের অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোল করেন মাজের। এতে ২-১ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

দুর্ভাগ্যবশত আত্মঘাতী গোলে লিড হারিয়ে ফেলে উলফবার্গ। ফরোয়ার্ড জ্যাকব ক্যামিনস্কির ভুলে গোল পেয়ে যায় বায়ার্ন। এতে ২-২ সমতায় ফেরে বুন্দেসলিগার সবচেয়ে সফল ক্লাবটি। ৮২ মিনিটে হ্যারি কেইনের অ্যাসিস্ট থেকে বায়ার্নের জয়সূচক গোলটি করেন সার্জ ন্যাবরি।

বিজনেস আওয়ার/ ২৬ আগস্ট / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: