স্পোর্টস ডেস্ক: ২ কোটি ১২ লাখ পাউন্ডের বিনিময়ে হোয়াও ক্যানসেলোকে সৌদি আরবে বিক্রি করতে রাজি হয়েছে ম্যানচেস্টার সিটি। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩৪ কোটি ৩৮ লাখ ৪৫ হাজার টাকা দিয়ে পর্তুগালের এই ডিফেন্ডারকে কিনে নিতে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে প্রো লিগের ক্লাব আল হিলাল।
কেন ক্যানসেলোকে বিক্রি করতে রাজি হয়েছে ম্যানসিটি, সে বিষয়ে কোনো ব্যক্তিগত সমস্যা বা পারফরম্যান্সের কথা জানায়নি ক্লাবটি। যদিও সৌদিতে যাওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এই পর্তুগিজ তারকা।
ক্লাব দুটির এই সমন্বয় যদি চূড়ান্ত হয়ে যায়, তাহলে আল হিলালের সঙ্গে ৩ বছরের চুক্তি করবেন ক্যানসেলো। অন্যদিকে ম্যানসিটিতে ৫ বছরের ক্যারিয়ারের ইতি টানবেন তিনি।
এই মাসেই সিটি কোচ পেপ গার্দিওলা বলেছিলেন, সিটিকে পুনরায় খেলতে পারবেন ক্যানসেলো। কিন্তু নতুন মৌসুমে সিটি দুটি ম্যাচ খেললেও এখনো প্রিমিয়ার লিগে মৌসুম শুরু করা হয়নি এই তারকা ডিফেন্ডারের।
এর আগে কমিউনিটি শিল্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষেও ক্যানসেলোকে দলে রাখেননি গার্দিওলা। ওই ম্যাচে বেশ কয়েকজন খেলোয়াড় দলের বাইরে থাকলেও ইউরো চ্যাম্পিয়নশিপে খেলা এই তারকাকে খেলানো হয়নি। অবশেষে টানাপোড়নের পর চূড়ান্ত সমাধানের দিকে হাঁটছে সিটি। আর নিজের ভাগ্য বদলে নতুন কোনো ক্লাবের জার্সি জড়ানোয় অপেক্ষায় রয়েছেন ক্যানসেলো।
বিজনেস আওয়ার/ ২৭ আগস্ট / রানা