স্পোর্টস ডেস্ক: রাওয়ালপিন্ডি টেস্টে জয়ের পর টাইগাররা এখন প্রশংসার সাগরে ভাসছে। অতিবড় সমালোচকের মুখও বন্ধ। তাদের চোখ ছানাবড়া! সবার একটাই কথা টেস্টে যতটা ভালো খেলা যায়; ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং-সব বিভাগেই চমকে দিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের টিম ওয়ার্ক ও টিম পারফরম্যান্সের সামনে দাঁড়াতেই পারেনি শান মাসুদের পাকিস্তান। বিসিবি পরিচালক আকরাম খানও বাংলাদেশের এমন জয়ে খুব খুশি। তার মূল্যায়ন, ‘এ জয় অনেক বড় সাফল্য। কৃতিত্ব ও একটা বড় অর্জন। পাকিস্তানের মাটিতে পাকিস্তানিরা সবসময়ই অনেক শক্তিশালী। তাদের মাটিতে হারানো সহজ কাজ নয়। কিন্তু বাংলাদেশ এবার সেই কঠিন কাজটিই করে দেখিয়েছে।’
আকরাম বোঝানোর চেষ্টা করেন, তিন ফরম্যাটের মধ্যে ওয়ানডেতে ভালো খেললেও টেস্ট আর টি-টোয়েন্টিতে বাংলাদেশ এখনো সেভাবে সামর্থ্যের প্রমাণ রাখতে পারেনি। এবার পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের টেস্টে ১০ উইকেটে হারানোর মধ্য দিয়ে টাইগাররা নিজেদের সামর্থ্য মেলে ধরেছে।
বিসিবি পরিচালক বলেন, ‘শুরু থেকে আমরা যেভাবে খেলেছি, বিশেষ করে আমরা বোলিংয়ে প্রাধান্য বিস্তার করেছি। শুরুতেই উইকেট নিলাম, পরে আমাদের ওপেনাররাও খুব ভালো শুরু করেছে। তারপরে মিডল অর্ডার যারা আছে তারা চমৎকার ব্যাটিং করেছে। যারা আমাদের নিয়ে অনেক নেগেটিভ কথা বলতেছে ক্রিকেটে, সেটা (ঠিক নয়) আমরা প্রমাণ করেছি।’
সঙ্গে যোগ করেন, ‘আমাদের হাতে আরও সময় আছে, আমরা পরের ম্যাচটা যদি আল্লাহ রহমতে ভালো করি, সেটার জবাবটা আরও শক্তিশালী হবে। আমি মনে করি যেহেতু প্রথম ম্যাচটা জিতলাম, উইকেট অনেকটা বাংলাদেশের মতোই- এই পারফরম্যান্স যদি ধরে রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ পরের ম্যাচও জয়ের আশা করছি।’
বিজনেস আওয়ার/ ২৭ আগস্ট / রানা